আমাদের কথা খুঁজে নিন

   

ইউনূস ও আমিনুল ইস্যুতেই জিএসপি বাতিল: ইকোনোমিস্, খালেদার নিবন্ধন কি তবে বাদ !!!!!!!?????????

কিছু বলার নাই:: বাংলাদেশের জিএসপি সুবিধা বাতিল নিয়ে লন্ডনের ইকোনোমিস্ট পত্রিকা বলছে, নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের প্রতি বিরাগভাজন হওয়ার কারণেই জিএসপি সুবিধা বাতিল করেছে আমেরিকা। ৪ জুলাই এক প্রতিবেদনে পত্রিকাটি এ তথ্য প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৩ সালে মার্কিন সর্বোচ্চ বেসামরিক সম্মাননা কনগ্রেশনাল পদকপ্রাপ্ত ড. ইউনূস আমেরিকার ‘প্রিয়ভাজন’ হিসেবে পরিচিত। তাই সরকার তাকে ক্রমাগত বিরক্ত করায় মার্কিন সরকার বাংলাদেশের জিএসপি সুবিধা স্থগিত করে থাকতে পারে। এছাড়া, ২০১২ সালে আমিনুল ইসলাম নামে এক শ্রমিক নেতা পুলিশি নির্যাতনে মারা যান।

এ হত্যাকাণ্ডের ঘটনায় বিশ্বের সুশীল সমাজ প্রতিবাদ জানায়। এছাড়া মানবাধিকার সংস্থাসহ বিভিন্ন ব্যক্তি সরকারের কাছে বিষয়টির ব্যাখা চেয়ে চিঠি পাঠায়। তবে, সরকার তাদের চিঠির কোনো উত্তর দেয়নি। তাদের মধ্যে কেউ কেউ বাংলাদেশের জিএসপি সুবিধা স্থগিতেরও সুপারিশ করে বলে ওই বিশ্লেষণে বলা হয়েছে। এদিকে, বাংলাদেশের পোশাক শিল্প জিএসপি সুবিধা না পেলেও পোশাক শিল্প কারখানায় ক্রমাগত দুর্ঘটনা ঘটায় মার্কিন প্রেসিডেন্ট জিএসপি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে বলে ইকোনোমিস্টের ওই বিশ্লেষণে বলা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, পোশাক শিল্প মার্কিন জিএসপি সুবিধা না পাওয়ায় বাংলাদেশের অর্থনীতিতে এটা খুব একটা প্রভাব ফেলবে না। তবে, এটা দেশের ভাবমূর্তির ওপর বড় ধরনের প্রভাব ফেলবে। জিএসপি স্থগিতের ফলে এরইমধ্যে দেশের রাজনীতিতে বিষ ছড়াতে শুরু করেছে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশের পোশাক শিল্প একটি বড় রাজনৈতিক অস্ত্র হয়ে উঠেছে বলে আশঙ্কা করেছে পত্রিকাটি। এদিকে প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন জিএসপি সুবিধা বাতিলের কারণে বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নসহ অন্য দেশেও শুল্কমুক্ত প্রবেশাধিকার হারাতে পারে।

এছাড়া বাংলাদেশের পোশাক শিল্প অভ্যন্তরীণ রাজনৈতিক গোলযোগ ও বিশ্ববাজারে টালমাটাল পরিস্থিতি—এই দুই কারণে সংকটপূর্ণ সময় পার করছে বাংলাদেশ। - See more at: Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।