আমাদের কথা খুঁজে নিন

   

স্বর্গের প্রথম পতন

আমি তোমায় বুঝেছি সমগ্র বুঝহীনতার ভেতর দিয়ে। যুক্তির ইতিহাসে লেখা থাকে না যা কিছু সরল, আদিম চিন-পরিচয় তুমি অথবা আমি! আমরাই ছিলাম সোনালী জলপাই পাতা প্রার্থনা নত আদমের পোশাক আমরাই উম হাওয়ার জঠরে পুতেছি বীজ- প্রথম গন্ধম। আমরাই পতিত পাথরের কাব্য আদিম গমের দানায় প্রথম শিশির বিন্দু মেখেছি ঘামে নুন আর কামের উৎসব। আমাদের শরীর প্রথম বৃক্ষের বীজ প্রথম পাখির শিস আর উজান-ভাটি আমরা নৈঋত সময়ের ইশারায় ডেকে আনি প্রশ্ন সংকুল জীবনের ত্রাস খুজে নিই প্রথম পত্রখানি লেখা থাকে মুছে যাওয়া অ-যুক্তির ইতিহাস। আমরাই প্রথম জলপাই পাতা স্বর্গের প্রথম পতন। > আমার লেখার খাতা ইচ্ছেশূন্য মানুষ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।