ভস্ম হই। মৃত্যুর চুমু আমার কপোল ছুঁয়ে যায়। বেঁচে উঠি আবার। নতুন দিনের আশায়। বেঁচে উঠি বারবার।
অসাধারন কাব্যিক, দক্ষিন আমেরিকার টেনে বলা ইংলিশে, একুয়াস্টিক গীটারে গাওয়া কান্ট্রি এবং রকের মিশেল দেয়া গানের জন্য বিখ্যাত গায়ক বব ডিলানের অসাধারন একটি গান হচ্ছে 1973 এ গাওয়া Knockin' on heaven's door। গানটি জনপ্রিয়তা পেয়েছে গানস এস রোজেস গাইবার পর।
এক যোদ্ধা, গুলি খেয়ে পড়ে গেছে মাটিতে। মৃতু্য যন্ত্রনায় কাতরাচ্ছে আর মাকে ডাকছে। তার মনে হচ্ছে সে যেন স্বর্গের কাছেই পৌছে গেছে।
'মাগো, আমার থেকে ব্যাজটা খুলে নাও
আমি আরতো পারবো না ব্যবহার করতে
চারিদিকে অাঁধার, এত অাঁধার যে আমি দেখতেই পাচ্ছি না কিছু
মনে হচ্ছে আমি করাঘাত করছি স্বর্গের দরজায়।
নক, নক, নক করছি স্বর্গের দরজায়
নক, নক, নক করছি স্বর্গের দরজায়
নক, নক, নক করছি স্বর্গের দরজায়
নক, নক, নক করছি স্বর্গের দরজায়
মাগো বন্দুকটা মাটিতে রেখে দাও
আমি আর গুলি ছুড়তে পারবনা এদিয়ে
ঐ দীর্ঘ কালো মেঘ নেমে আসছে আমার উপর
মনে হচ্ছে আমি করাঘাত করছি স্বর্গের দরজায়।
নক, নক, নক করছি স্বর্গের দরজায়
নক, নক, নক করছি স্বর্গের দরজায়
নক, নক, নক করছি স্বর্গের দরজায়
নক, নক, নক করছি স্বর্গের দরজায়'
অনেকদিন পর শুনে চোখে পানি চলে আসল।
বব ডিলানের একুয়াস্টিকে গাওয়া গানটা [link|http://www.esnips.com/doc/e38ca3fc-3fc8-4607-bae6-a9a9e355d9c8/KNOCKIN-ON-HEAVENS-DOOR-Unplugged|GLv
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।