আমাদের কথা খুঁজে নিন

   

তুমি স্বর্গের হুর

যারা অন্যের সাথে প্রতারণা করে তারা প্রথমে নীজের সাথে প্রতারণা করে,কিন্তু নির্বোধ বলে তারা তা বুঝে না। আর প্রতরণার মধ্য দিয়ে প্রতারক মানুষরুপী শয়তান ও প্রেতে পরিনত হয়। কিন্তু অজ্ঞনতার ধরুন বিবেক তাদের ধ্বংশন করে না। ফলস্বরুপ,তারা পাপাচারে সুখ ভোগ করে। জানিনা প্রিয়তমা,তুমার ঐ স্তন দুটির মাঝে কি এমন আছে লুকায়ে ।

হায়,তার লাগিয়া দিবা,নিশী মোর হিয়া কাঁদে ক্ষণে,ক্ষণে। বলনা প্রিয়তমা,কি?রেখেছ ঐ খানে লুকায়ে। মানে না,কোন বারণ মোর হিয়া। স্বপন দেখে শুথু ঐ নিয়া। বুক ভরা দুঃখ নিমিষেই হায়, দুর হয় ঐ স্তন দুটির ছোঁয়ায়।

তব,স্বর্গ আসিয়া আসন লয় হৃদয়ে, ঐ স্তন দুটি চুম্বণের সুধায়। জানি না প্রিয়তমা,তুমার ঐ দুটি ঠুটের মাঝে কি এমন আছে লুকায়ে। আমার মুখের ভেতর উহা লয় যখন, তব যেন,মোর প্রাণ গমণ করে স্বর্গে। যেন,আমি পান করি তখন স্বর্গের সুরা। জানিনা প্রিয়তমা, তুমার ঐ জবানের মাঝে কি এমন আছে লুকায়ে।

আমার মুখের ভেতর উহা আসে যখন, তব যেন,মোর প্রাণ গমণ করে স্বর্গে। জানিনা প্রিয়তমা,তুমার ঐ দেহের মাঝে কি এমন আছে লুকায়ে। হায়,ঐ দেহে গমণ করিতে দিবা,নিশী মোর হিয়া কাঁদে ক্ষণে,ক্ষণে। বুঝিলাম,ভালবেসে ওগো প্রিয়া তুমায়। তুমি স্বর্গের হুর,স্বর্গ উপহার দিতে আসিয়াছ মোরে এই ভবে।

শয়নে,স্বপনে,জাগরনে তুমার ঐ স্বর্গে গমণ করিতে চাহে মোর হৃদয়ে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।