আমাদের কথা খুঁজে নিন

   

স্বর্গের ইজারা দেয়া হলো কবে!!

কারো কেও নই আমি ...

পোপ বলেছেন, স্বর্গে যেতে বাধা নেই নাস্তিকদের। আমি বুঝলাম না স্বর্গের ইজারা দেয়া হলো কবে!! এর আগে পোপ বলেছিলেন, ‘যদি কেউ সমকামী হয়, এর পরও ঈশ্বরের সন্ধান পেতে চায়, তবে আমি তার বিচার করার কে?’ এবার পবিত্র কোর'আন কি বলে দেখিঃ শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু [116] যখন আল্লাহ বললেনঃ হে ঈসা ইবনে মরিয়ম! তুমি কি লোকদেরকে বলে দিয়েছিলে যে, আল্লাহকে ছেড়ে আমাকে ও আমার মাতাকে উপাস্য সাব্যস্ত কর? ঈসা বলবেন; আপনি পবিত্র! আমার জন্যে শোভা পায় না যে, আমি এমন কথা বলি, যা বলার কোন অধিকার আমার নেই। যদি আমি বলে থাকি, তবে আপনি অবশ্যই পরিজ্ঞাত; আপনি তো আমার মনের কথা ও জানেন এবং আমি জানি না যা আপনার মনে আছে। নিশ্চয় আপনিই অদৃশ্য বিষয়ে জ্ঞাত। [117] আমি তো তাদেরকে কিছুই বলিনি, শুধু সে কথাই বলেছি যা আপনি বলতে আদেশ করেছিলেন যে, তোমরা আল্লাহর দাসত্ব অবলম্বন কর যিনি আমার ও তোমাদের পালনকর্তা আমি তাদের সম্পর্কে অবগত ছিলাম যতদিন তাদের মধ্যে ছিলাম।

অতঃপর যখন আপনি আমাকে লোকান্তরিত করলেন, তখন থেকে আপনিই তাদের সম্পর্কে অবগত রয়েছেন। আপনি সর্ববিষয়ে পূর্ণ পরিজ্ঞাত। [118] যদি আপনি তাদেরকে শাস্তি দেন, তবে তারা আপনার দাস এবং যদি আপনি তাদেরকে ক্ষমা করেন, তবে আপনিই পরাক্রান্ত, মহাবিজ্ঞ। [119] আল্লাহ বললেনঃ আজকের দিনে সত্যবাদীদের সত্যবাদিতা তাদের উপকারে আসবে। তাদের জন্যে উদ্যান রয়েছে, যার তলদেশে নির্ঝরিনী প্রবাহিত হবে; তারা তাতেই চিরকাল থাকবে।

আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট। এটিই মহান সফলতা। [120] নভোমন্ডল, ভূমন্ডল এবং এতদুভয়ে অবস্থিত সবকিছুর আধিপত্য আল্লাহরই। তিনি সবকিছুর উপর ক্ষমতাবান। পোপ স্বর্গে গমনকারীদের ব্যাপারে কিভাবে বলতে পারেন? উনি নিজে কোথায় যাবেন সেটা কি উনি জানেন? কোন মুমিন মুসলমানও স্বর্গে যাবেন বলে নিশ্চয়তা দিতে পারে না, শুধু স্বর্গে যাওয়ার আশা করতে পারেন।

অনেককেই দেখছি বেশ খুশি এই ব্যাপারে, কেউ কেউ আবার সুশীল সাজতে এগুলো শেয়ারও করছেন। আপনারা প্লিজ বিভ্রান্ত হবেন না। নিজের ইমান এবং আক্বিদা ঠিক রাখুন। ধন্যবাদ সবাইকে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।