"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"
স্বর্গের চাবি
স্বর্গের চাবি হাতে দাঁড়িয়ে ছিলেন স্বয়ং ঈশ্বর।
আমার মনে কেবলই নরকের ভয়- আমি পাপী।
তুমি আমায় স্বর্গভ্রষ্টা করেছিলে প্রেমভোগে।
আমি স্বর্গ-নরকের তফাৎ ভুলেছিলাম তোমাকে ভালবেসে।
অতঃপর বিধাতা বিমুখ হয়ে বলেছিলেন- "অকৃতজ্ঞ"।
আমি ভেবেছিলাম প্রেম মানেই ঈশ্বর বন্দনা,
সৃষ্টিকে ভালবাসা মানেই ঈশ্বরের প্রার্থনা।
নিরুপায় আমি ধর্মান্তরিত হলাম তোমার আশ্বাসে;
প্রেম ছাড়া কোন ধর্মে বিশ্বাস ছিলনা আমার কখনো।
ঈশ্বর রেগে স্বর্গের চাবিটা ছুঁড়ে দিলেন নরকে;
আমি সেই চাবিই খুঁজছিলাম স্বর্গে ফিরবো বলে।
ঈশ্বর কী তখন হাসছিলেন আড়ালে দাঁড়িয়ে?
কার যেন হাসির শব্দে ঘুম ভেঙ্গে গেল-
দেখি তুমিই দাঁড়িয়ে আছো আমার চিরচেনা পৃথিবীতে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।