আমাদের কথা খুঁজে নিন

   

স্বর্গের পথে



নিঃসংগ এই রাতে আমি বসে দেখি তারা খসে পরার দৃশ্য আলোর ঝলকানি ওঠে ক্ষনে ক্ষনে অনবরত স্বর্গের পরীরা মর্তে নেমে এসে তাকে জানায় নিমন্ত্রন সে উপেক্ষা করতে পারেনা তাদের আমন্ত্রন আমি চলে যেতে দেখি তাকে স্বর্গের পথে বিষন্ন চোখে তাকিয়ে থাকি একলা রাতে আমি চলে যেতে দেখি মা কে স্বর্গের পথে আলোর দেবতা তাকে নিয়ে চলে বহুদুরে শব্দের রঙ্গে রাঙ্গাই তোমায় আমি মা বুঝতেও পারিনি তোমার কষ্টের তী্ব্রতা মনে পড়ে তোমার আদর মাখানো শাসন ব্রষ্টিতে ভিজে আমি তাই করি অনুধাবন আমি চলে যেতে দেখি তাকে স্বর্গের পথে বিষন্ন চোখে তাকিয়ে থাকি একলা রাতে আমি চলে যেতে দেখি মা কে স্বর্গের পথে আলোর দেবতা তাকে নিয়ে চলে বহুদুরে ফিকে হয়ে যাওয়া তোমার সৃতি গুলো বড় বেশি কাদায় আমায় আজো ভুলতে পারিনি তোমার ভালবাসা স্বপ্নে আমি দেখি শুধু তোমার ছায়া আমি চলে যেতে দেখি তাকে স্বর্গের পথে বিষন্ন চোখে তাকিয়ে থাকি একলা রাতে আমি চলে যেতে দেখি মা কে স্বর্গের পথে আলোর দেবতা তাকে নিয়ে চলে বহুদুরে (i dedicate my rhyme to my mom who is on the way to Heaven.she was suffering from ducktal carcinoma(one type of cancer))

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।