আমাদের কথা খুঁজে নিন

   

স্বর্গের কান্না

লেখক/কবি Grito para o céu/ cry to heaven by Juju Lafontene on Friday, September 23, 2011 at 11:49pm স্বর্গের কান্না তুমি ছিলে আমর রক্ষাকর্তা আমার প্রয়োজনের সেই সময়টাতে বিশ্বাসে অন্ধ ছিলাম বলে, আমি তোমার কথা শুনতে পাইনি সেই সব গুঞ্জন, সতর্কতা ছিল খুবই স্পষ্ট হাসিতে যখন ফেটে পড়ছিলাম তখনই ধ্বংস নেমে এলো তুমি আমার হৃদয়টা নিয়ে নিলে আমাকে স্বপ্ন দেখালে তার বদলে তুমি অন্য কোন উপায় বেছে নিতে পারতে আমি তোমার সেই ছবি দেখেছি এখন তা বোঝা শূন্য রানারের মতো ঝুলে আছে আমি তোমার কথা শুনেছিলাম তাকে অনুসরণ করি, যা আমাকে শেষ প্রান্তে নিয়ে যায় স্বর্গের কান্নার মাঝে আরও দূরে সরে যেতে থাকি সেই অনুভূতি আমি বদলে নিতে পারিনা যেখানেই যাই না কেন অন্য সব স্মৃতিরাও ফিরে ফিরে আসে চেনা সব প্রান্তরের পথে পথে যেখানে শিকারের আশায় হায়েনারা আমাকে খুঁজে খুঁজে ফেরে

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।