বয়সের ভারে নুব্জ আমি ক্ষুব্ধ সদাই/বহুকাল ধরে ব্যাস্ত, এখন শূণ্য সরাই/লড়াই লেগেছে নতুন পুরোন যত আছে অভিজ্ঞতা/বদলে যাওয়ার বহর এত যে ভুলছে স্বয়ং সখা। প্রিয়তমা, আমার সংগায়। সরলরেখার মত আমার গোপন প্রেম অভিলাষী, আকাঙ্খি তোমার। মুখোমুখী হতে ভয় নেই শুধু শংকা! শংকা সে প্রতিমূর্তি যা গড়েছি গোপনে যদি ভেঙে যায়। যদি বিচূর্ণ হয়ে যায় থাক না হয়ে বিশুদ্ধ প্রতিমা তুমি আমার হৃদয়ে!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।