********** কতিপয় রমণী এলো গেলো, কাছে বসলো, তা দিলো ভালোবাসলো,খেতে চাইলো, থাকতে চাইলো, অন্ন দাও বস্ত্র দাও বাসস্থান দাও বাঁচার অধিকার দাও, সবাই কুঁরে কুঁরে খেলো আমাকে আমাকে সর্বশ্রান্ত করে দিলো, অবশেষে একসময় আমার অবাধ্য হলো, প্রতিমা তুমি শুধু কিছু চাওনা আমার অবাধ্য হও না তুমি আমার শেষ সম্বল হয়ে থাকো যদি বলি চুল ! তুমি মেঘবিন্যাস সুবাসমাখা অজস্র চুলের থোকা মেলে ধরো, যদি বলি চোখ! তুমি বনোহরিণীর মতোন দুটিসাদাকালা মায়াবতী চোখে আমাকে তাকাও যদি বলি! স্তন তুমি জ্যোৎস্নামাখা সুগোল সজিব কুচদ্বয় মুখের পরে তুলে ধরো বিনিময়ে তুমি পতিতার মতোন কিংবা প্রেয়সীর মতোন কিছু চাওনা প্রকৃতির অবাধ সার্বজনীনতায় তুমি আমার একাত্মে মিশে থাকো প্রতিমা,তুমি আমার প্রেম আমার বেঁচে থাকার অবলম্বন আমার শিল্পের প্রেরণা আমার শাশ্বত শা্ন্তির আঁধার তুমি 5.01.2013
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।