আমাদের কথা খুঁজে নিন

   

প্রতিমা

"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"

প্রতিমা মাটির প্রতিমা তুমি বোবা হয়ে থাকো, চোখের নীরব ভাষায় কেন তবে ডাকো? কে তোমায় গড়লো বলো, অমন রূপের আগুন দিয়ে! পূজা আমার হলোনা সারা, তোমার পানে তাকিয়ে। কাজল কালো চোখ যে তোমার ঘন মেঘের ছায়া, লজ্জা রাঙ্গা দৃষ্টি তোমার, কোন সে প্রেমের মায়া? কন্ঠে তোমার সাতনরী হার, খোঁপায় জরির ফুল, হাতে তোমার শঙ্খবালা, কানে রুপোর দুল। ময়ূরকন্ঠী শাড়ী তোমার হাজার বুটির কাজ, তুমি ছাড়া কে আর আছে মানায় অমন সাজ? পায়ে তোমার নূপুরধ্বনি সাত সুরের ঝংকার, একবার শুধু বলো আমায়, প্রতিমা তুমি কার?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।