তোমায় গড়তে ভাঙতে হয়েছে অনেক,ডানপিটে কিশোরের মত
শুষ্ক অধর থেকে তাই সুউচ্চ কাঞ্চনজঙ্ঘা ডিঙিয়ে পৌছেছি তোমার নিখাদ চরণে,
ভ্রান্ত নৈঃশব্দের পাল তুলে সেখানে কেঁটেছে আমার ভাঙা গড়ার খেলা...
বন্য কোরাসে পার হয়েছে বুনো রাত ...বাহুতে ভর করেছে প্রবল সন্তাপ।।
তোমাকে শীতল করতে উষ্ণতা দিতে হয়ছে অনেক...ভীষণ অহমে
ব্যারোমিটারের কাঁটা ওঠানামা করেছে অবিরত,মোমবাতি নিভু নিভু
ঘরের কালো অন্ধকার কেঁপে ওঠে...দিকভ্রান্ত অনভিজ্ঞ কিশোরীর ন্যায়
এসব নিয়ে খেলা করে জন্ম দেই "প্রখর রোদ্দুর"... শশ্মানের নাচন থামে।।
তোমাকে পেতে হারাতে হয়েছে অনেক...ছাপান্ন হাজার বর্গমাইল জুড়ে
যত রুদ্ধ বিষন্নতা আমায় ক্লান্ত করে, মৃত হয় সৌম্য প্রেম।
আলিঙন করি সেই পুরনো দূষণ,ঘুমকাতুর অসহায় বালকের মতোন
দূষণে পরাভূত হয় পৃথিবীর শুদ্ধতম গোলাপ............
............অস্তিত্বের মানচিত্র জুড়ে আর আছে যত নৈসর্গ অধরা.....।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।