আমি ব্লগে নতুন. আমি ব্লগ লিখতাম না. কিন্তু জাফর ইকবাল sir ক নিয়ে যা শুরু করেছে জামাত ইসলাম এর সমর্থকরা, তাতে নিজেকে বারণ করা খুব কষ্টকর. ধরেন, একজন লোক খুব ভালো মানুষ. সে ভালো ভালো কথা বলে কিন্থু তার কোনো সন্তান ভালো মানুষ হই নাই, তাহলে কি আপনারা ওই লোকটার দোষ দিবনে.যদি না দেন তাহলে জাফর ইকবাল sir এর দোষ কোন জায়গায় ??? আর যদি ভালো মানুষের ছেলে যদি ভালো মানুষ হতে হই তাহলে তো রাজাকার এর ছেলে রাজাকার হওয়া উচিত. আমাদের প্রধান সমস্যা হচ্ছে আমরা সবসময় যার দোষ তাকে কিছু না বলে তার বাবা-মা, পরিবার, এদের দোষ দেই. আমরা তো কখনো বলি না গোলাম আজম বা নিজামী এর সন্তান এর বিচার হওয়া উচিত কারণ তাদের বাবা রাজাকার ছিলো. তাহলে আমরা কেন জাফর ইকবাল sir এর মেয়ের দোষের এর জন্য sir ক নিয়া লিখব. মানুষের পরিচয় তার নিজের কর্মকান্ড. তাই আমি মনে করি sir এর মেয়ের পরিচয় sir না. এটার খুব ভালো একটা example হলো শেখ মুজিবুর রহমান vs শেখ হাসিনা এবং জিয়াউর রহমান vs তারেক জিয়া/খালেদা জিয়া. sir অন্ততপক্ষে রাজাকার এর বিচার নিয়া কথা বলেছেন যেটা ধরে নিলাম sir এর একমাত্র গুন.আমরা যারা sir এর দোষ ধরছি তাদের কয়জন অন্তত এই গুন বহন করছেন. তাই আমরা মানুষের দোষ না দেকে গুন দেখার চেষ্টা করি. পুনশ্চ১: যারা মনে করেন গোলাম আজম বা নিজামী বা জামাত রাজাকার না তারা এই লেখাটা পরবেন না. কারণ নষ্ট আম কখনো ভালো হই না..... পুনশ্চ২: বাংলা বানান এর ভুল যদি থাকে ২টা কারণে আছে. এক> type এর প্রবলেম. দুই> আমার বাংলা বানান এর অজ্ঞতা. এবং ধিতীয় কারণের জন্য আমি লজ্জিত ও দুঃখিত.
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।