সত্য বলেছি, সত্য বলছি এবং আরো সত্য বলেই যাব
্কুরানে সুস্পস্ট ভাষায় বলাই আছে, "আমি সুদকে করছি হারাম আর ব্যবসাকে করেছি হালাল"
ইসলাম যদি ব্যবসাকে হালাল করে থাকে আর কেউ যদি ইসলামী পদ্ধতিতে ব্যবসা করতে চায় তাহলে তার বিপক্ষে কটু কথা বলাটা একেবারেই অনুচিৎ। যেমনটি করলেন প্রধান্মন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা ড। মশিউর। হয়তো তার করানের এই আয়াত টি জানা ছিলো না। সংবাদের জন্য এই লিঙ্কটি দেখুন
আর এই অর্থনৈতিক মন্দার সময়ে সারা বিশ্বে অন্যান্য ব্যাংকগুলো ক্ষতির সম্মুক্ষিন হলেও ইসলামী ব্যাংকগলো ভালো লাভের মুখ দেখেছে। বাংলাদেশেও ইসলামী ব্যাংকগুলোর প্রাধান্য থাকায় মন্দার ক্ষতি থেকে বাংলাদেশ বেচে গেছে। ্তাছাড়াও বার্ষিক অর্থনৈতিক লাভ আর সরকারকে আয়কর প্রদানের দিক থেকেও ইসলামি ব্যাংকগুলা প্রচলিত ব্যাংক থেকে অনেক এগিয়ে এবং IBBL শীর্ষে বেশ কয়েক বছর ধরে। এটা প্রমাণ করে ইসলামী ব্যাংক গুলা দেশের অর্থনীতির জন্য ভালো।
এখন আবুল বারাকাতের নিজের ব্যাংক ইসলামি ব্যাংকগুলার সাথে না পেরে উঠলে কি সেগুলা খারাপ হয়ে যাবে? এধরণের মানসিকতা কখণোই দেশের জন্য ভালো কিছু দিতে পারবে না। কবে যে এরা সংকীর্ণ মানসিকতা থেকে বেড়িয়ে এসে দেশের ভালোর জন্য কথা বলতে পারবে???
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।