হরতালে শেয়ার বাজারের মন্দায় উত্তাপ ছিল রাস্তায়। অব্যাহত দরপতনের কারণে বিনিয়োগকারীদের বিক্ষোভ নতুন আগন্তুকের কাছে যেন হরতালের পিকেটিং। সোমবার ক্ষুদ্র বিনিয়োগকারীদের আশা ছিল হরতালে কিছুটাও যদি ক্ষতি পুষিয়ে নেয়া যায়। কিন্তুু বাজারের পতন দেখে ব্রোকারেজ হাউজ ছেড়ে তাদের রাস্তায় নেমে আসতে হয়। ক্ষুব্ধ হয়ে রাস্তায় ক্ষোভের আগুন জ্বালিয়ে তাদের মনের জ্বালা মেটাতে হয়।
সপ্তাহের দ্বিতীয় লেনদেনেও বিপর্যস্ত বাজার তাদের হতাশায় ফেলে দেয়।
শেয়ার বাজারে বড় ধরণের কারসাজির পর তদন্ত কমিটি এখন কাজ করছে। এই ফাঁকে যদি কিছু পুঁজি ফেরত পাওয়া যায়, সেই আশায় দিন গুনছেন লাখ লাখ বিনিয়োগকারী। কিন্তুু কিছুতেই কিছু আর হচ্ছে না। একদিনেই সূচক কমেছে ৩২৪ পয়েন্ট।
লেনদেন-কৃত কোম্পানিগুলোর মধ্যে ২৪১টি কোম্পানির শেয়ারের দামই কমেছে। মাত্র ১২টি কোম্পানির শেয়ারের দাম বাড়ে গতকাল। অপরিবর্তিত ছিল ২টি কোম্পানির শেয়ারের দাম। দিনে মাত্র ৬১০ কোটি টাকার শেয়ার হাতবদল হয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।