আমাদের কথা খুঁজে নিন

   

তোমারই নাম

আমি যে পথে হেটেছিলাম সে পথে কোন পদচিহ্ণ ছিল না, ফিরতি পথে জনারণ্যে আমার পদচিহ্নের অস্তিত্ব খোজার সাহস করিনি তোমারই নাম সেদিন অনেক আয়োজন করে বসেছিলাম কবিতা লিখতে কতদিন হয়ে গেলো কবিতা লেখা হয় না টেবিল চেয়ারে ধুলোবালির রাজত্ব আর কাগজ কলমে অবহেলার রেখাপাত ছিল। মনে মনে ভেবেছিলাম আজ জীবনের শ্রেষ্ট কবিতাটি লিখব ভাবতে ভাবতে কিছু কিছু সুন্দর শব্দ সম্ভার গড়লাম পাতাজুড়ে তা লিখতে গিয়ে আমার সময়ের ভারে নুয়ে পড়া বৃদ্ধ কলমটা হঠাৎ চঞ্চলতা ফিরে পেলো কাগজ হয়ে উঠলো মসৃণ। আমি কবিতা লিখতে থাকলাম লেখা শেষ হলে দেখি একি ! সমস্ত পাতাজুড়ে শুধু তোমারই নাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।