আমাদের কথা খুঁজে নিন

   

তোমারই নাম মুখে....................অহ:রহ.....!!

আমি এখন আছি তবে থাকবো কিনা জানি না।"কবি'র কবিতা সে তো পাঠকেরই ঋণ।"

ক্ষুদ্র সুখই স্বর্গসুখ খ্যাতি সুখ চাই না স্বল্প চাওয়াতেই তুষ্ট, এই আমি জাগে না তীব্র বাসনা........। ঘটে তোলা জল তৃষ্ণা মেঠায় বারিধি,সরোবর চাই না আমার ঘরই শান্তি আকাশ সুখ চাই না...........। মাতাল সারাক্ষণ তোমার হাত বাড়ানো সাজানো মদীরায় ঠকি তোমার ছলাকলায় শিক্ষা হয় না..তৃপ্তি ও মেলে না.. সময় ঘড়ি ও জানান দেয় কে শোনে কার কথা !! তারপর ও তোমার চোখেই নিজেকে দেখি আয়না সুখ চাই না..........। এ জীবনেরই পথে তোমার সাথে ঘটে যদি বিরহ ! আমাকে পাবে তুমি থকবো পড়ে পথে ঘাটে তোমারই নাম মুখে অহ:রহ ............ ........................ ............................

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।