তোমায় ভুলে যাইনি,
তবুও তোমার পথের কাঁটা আমি হইনি;
দীর্ঘশ্বাস ফেলে-
বারবার ই তোমায় স্মরণ করি,
তোমার কাছেই ফিরে আসবো-
আমি তোমায় ভুলে যাইনি।
তোমার ছন্দে আমি সুর মিলাইনি-
তবুও তোমার ছন্দ
ছিল আমার সনে সারাক্ষণই।
এই সুর, ছন্দ ভুলে যাবার নয়।
দিনের শুরুটা শুরু করি
তোমায় নিয়ে;
রাতের নিঃস্তব্ধতাও কাটিয়ে দেই
তোমায় ভেবে।
তুমি আমায় ভুলে গেলেও
আমি ভুলতে পারি না তোমাকে।
সুখ মেলে না সুরের ঘরে,
বেসুরো যদি তারে ধরে;
তবুও তুমি আমারই
ছন্দ, তোমায় ভুলবার নয়।
আমি যে কবি,
তোমায় নিয়েই আমার জীবন।
তোমায় ছাড়া কাটাবো জীবনক্ষণ,
ভুলেও করিনি এ পণ।
....................................... হোসেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।