আমাদের কথা খুঁজে নিন

   

শিউলি

শিউলি শিউলি শিউলি, মাটি টা যেই ছুইলি, তোর আর মাটির গন্ধ মিশে, পুজোর কথা কইলি.. পুজোর গন্ধে বিভোর সকাল ব্যস্ত বিকাল খামখেয়াল সবাই যে তোর গন্ধে খোঁজে মাযের শিল্প শৈলী। হটাত্‍ করে পুজোর আলো তোরেই বুঝি ডাক পাঠাল পুজোর সাজে কেমনে রে তুই মিষ্টি কথা কইলি ? ঝরেই যে তুই সিক্ত ভুঁযে গেলি শারদ সপ্ন ছুয়ে মিষ্টি কথার রেশ টা নিয়ে মনের মাঝে রইলি বৃনতে নিয়ে বাসন্তী রং রাঙালি মন আর আভরণ, আজকে মাএর অভিষেকে তুই স্বাগত কইলি, ওরে আমার শিউলি,,,,, শিউলি শিউলি শিউলি তোকে ঘিরে ময়ের আশিস অকাল বোধন ভোরে অভিষেক আজ তিনটি কবির শিউলি ভেজা নীরে সৃষ্টি সুখে পূজার সাজে গানের ভেলা বাইলী শিউলি শিউলি শিউলি শিউলি ময়ের গন্ধ মাখা শিউলি পটে পুজো আঁকা শিউলি দেখে মনটা বলে মিছেই ঘরে রইলি । শিউলি শিউলি শিউলি।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।