আজ সকাল সকাল খবর আসল সে আসবে । খুব ইচ্ছা হল সরিষা ক্ষেতে লুকাতে , পুকুরে ডুবে শাপলা ফুল আনতে কিন্তু পারলাম না । ঘরে ডুকে আলতার শিশি ঝাকালাম , ফিতা গুলো টানলাম । রান্ন া হল । দশ গ্রামের মানুষ আসল ।
সবাই কে খাতির করে খাওয়ানো হল । সন্ধ্যা গেল ,রাত আসল ঘাটে অনেক মানুষ । আজ রাতের শেষ নাউ তেই সে আসল । তার সাথে আরও একজন ঘরে আসল । সবার মু খ আনন্দে ঝলমল হল ।
কেন জানি আজ রাতের আধার টা অনেক বেশি । আমার আধার ঘরের থেকেও বেশি । শিউলি গাছের তলা দিয়ে সে যখন গেল একবার ও সে দেখল না ? রাত শেষে সব শিউলি ফুলের ঝরা শেষ হয় আর আমি সে তো কবেই ঝরে গিয়েছি ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।