আমাদের কথা খুঁজে নিন

   

শিউলি ফুল

আমারো পরান যা হা চায়.......

সকালের পুর্ব দিকের মিষ্টি রোদ টা আমার অনেক ভালো লাগে। এই নরম রোদটা এত তুলতুলে হয় দারুন লাগে । আর সকালটা যদি শীত বা শরত হয় তাহলে তো কথাই নেই। আরও ভালো হয় যদি আশেপাশে কোনো শি্উলি ফুলের গাছ থাকে !!!!ইশ শিউলি ফুলকে অনেক মিস করছি!!! আমার বড় বোন একটা ভার্সিটির ক্যম্পাসে থাকে ওর কাছে যখন শিউলি ফুলের কথা শুনি ,শুনি ওদের বাসার সামনের মাঠে একটা শিউলির নিচে সাদা হয়ে থাকে খুব ভালো লাগে। আচ্ছা সব বাসায় বাসায় যদি শি্উলি ফুলের গাছ থাকত কত ভালো হতো।

আমি ঠিক করেছি বারানদায় একটা গাছ লাগাব শিউলি ফুলের, টবে!!!!!দেখি হয় কিনা! শিউলি ফুলটা বড় বেশি নস্টালজিক করে দেয় মানুষকে। আগের কথা মনে হয়। যখন অনেক পিচ্চি ছিলাম আব্বার হাত ধরে সকালে নাচতে নাচতে বের হতাম মাঝে মাঝে আমাদের বাসার বেশ কিছু দুরে মরনচাদ মিষ্টির দোকান সেখানে যেতাম নাস্তা আনতে। পরোটা,ভাজি আর সুজির হালুয়া। (এখনও আমার প্রিয় নাস্স্তা,সুজির হালুয়া আর পরোটা হলে আমার আর কিছু চাইনা।

)সকালে ওরা মিষ্টির দোকানে ধুপ না কি যেন জ্বালাত ,মনে পরছে না কিনতু একটা মিস্টি ঘ্রান পেতাম দোকানে। এখোনো লেখার সময় সেই ঘ্রানটা যেন নাকে লাগছে। সেই দোকানে যাওয়ার পথে আমার ফুপুর বাসার সামনে শি্উলির গাছ দেখতাম,ফুল দেখতাম। তখন পাড়া ভর্তি এত বিল্ডিং ছিলোনা। সকালের মিষ্টি রোদ আমার গায়ে ঠিকই লাগত।

রাষ্টায় হাটতাম অনেক সাবধানে কারন রাস্তায় ফুটপাতে ছোটো ছোটো লোহার ঢাকনা দেয়া কিছু কন্কাল আকা লেখা থাকত সেখানে লেখা থাকত ডেনজার। আমি সযত্নে সেগুলো পার হতাম। কে যেন বলেছিলো আমাকে মনে হয় আমার ভাইয়া,যে ওগুলো পারা দিলেই আমি কারেন্টের শক খাব। এখনও বুড়া বয়সে মাঝে মাঝে মনে হয় আব্বাকে নিয়ে আবার যাই। কিনতু এখন স্টার বেকারি বাসার কাছে থাকায় অত দুরে যাওয়ার আর দরকার হয়না!আর এখন কোথাও শিউলি ফুলের গাছও দেখিনা।

আমি এখনকার বাচ্চাদের কথা মনে করি ওরা এই সব ছোটো খাটো আনন্দ কি পাবেনা?শিউলি ফুলের মালা কি ওরা গাথবেনা কোনো দিন?তাহলে ওদের মনটা শিউলি ফুলের মত নরম হবে কিভাবে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।