আমাদের কথা খুঁজে নিন

   

শিউলি ঝরা রাত



গতকাল রাতে শেষ নাও টা যখন পারে ভিড়ল তখন ও আমি ছিলাম । কিন্তু আসল না সে । প্রতিটি সময় আশাতে আছি সে আসবে । আসতে তো তাকে হবেই , শিউলিকে সে কথা দিয়েছে । বছর দুই আগেও প্রতি দিনই সে আসত এই ঘাটে ।

কখন পুকুর পারে , কখন সরিষা ক্ষেতে শিউলিকে নিয়ে যেত তুরিন । আর কবিতা শুনাত । প্রতিবারই শিউলি বলত চমেৎকার হইছে । কথা গুলো কিছুই বুঝতনা সে । তবু বংশে পড়া লিখা করা একটাই ছেলে ছিল তুরিন সবাই তাকে বুঝে চলত ।

এভাবে কখন জানি তুরিন খালাতো বোন শিউলিকে ওয়াদা করে । যেদিন শেষ হবে তুরিনের শহরে পড়া লিখা সেদিনই শিউলিকে সে সবার সামনে নিয়ে আসবে । দিন গেল সময় গেল শিউলি তবুও সেই ওয়াদার অপেক্ষায় থাকল । (মনে হয় চলবে)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।