আমার কথায় কিইবা যায় আসে যখন তুমি যোজন যোজন দূর, আমার ভেতর আচমকা নীল ঢেঁউ হৃদয় মাঝে ক্লান্ত করুন সুর। আমার ভাবনা তোমায় কি আর কাঁদায়? যখন তোমার জগৎ রঙ্গিন বেশ, আমার জগৎ শুন্য মরুভূমি কষ্ট সমেত যাত্রা নিরুদ্দেশ। আমি এখন ভোকাট্রা এক ঘুড়ি নাটাই তোমার শান্ত ঘুমের দেশে, মাতাল হাওয়ায় দুলছি যেন আমি কেউ জানেনা থামবো কোথায় শেষে। আমার কথায় কিইবা যায় আসে সুতোয় যখন পড়েনা আর টান, যখন তোমার আকাশ ভরা তারা তখন আমার বোধের অপমান। তোমার মতন তুমি যখন সুখিই প্রতিজ্ঞারাও ঘুমিয়ে গেছে কবে, আমি কেন ঝড়বো হয়ে জল? বিনীদ্র রাত জেগেইবা কি হবে? তবুও আমি ক্লান্ত পথিক যেন দুঃখ জমাট পাথর মানব বেশ; যাচ্ছে তো দিন, যাচ্ছে যেমন যায়, তিন ইঞ্চিতে পুড়তে পুড়তে শেষ।। রচনাকালঃ ১৮-০৭-২০১৩…
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।