মনে পড়ে, তুমি আমায় বলতে
কেন আমি কষ্ট পাই?
কেন আমি বারবার বলি
তোমার নির্লীপ্ততা আমাকে খুন করে?
আমার চেয়ে তোমার কম্পিউটার স্ক্রীন
যখন তোমার আপন ছিল।
আমার মন থেকে বলা কথাগুলোকে
ভাবতে তুমি অভিযোগ
আর তুমি আমায় বলতে
এ আমার দুঃখবিলাস।
সেদিনও তুমি আমায় বলেছ
তুমি অমানুষ না যে আমায় ছেড়ে যাবে।
অনেক বড় দ্বায়িত্ব তুমি নিয়েছিলে
নিজের কাধে,নিজেকে মানুষ প্রমাণ করার।
আর, আজ দেখ, তুমি গেলে
আমার দুঃখবিলাসী জীবন থেকে
আমাকে ব্লাডি মুসলমান বলে
আর নিজেকে চরম অমানুষ বানিয়ে।
আমি আজ ভারমুক্ত,
আমার দুঃখবিলাসই আজ আমার বন্ধু
সেখানে তোমার কোনো স্থান আর নেই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।