হয়তো আমি কোন কিছু সম্পর্কে নিশ্চিত নই
কবিতা লেখা খারাপ কিছু নয়, অন্তত এ মুহূর্তে-
যখন তুমি রাগ করেছো
এবং সে রাগ ফিরে আসবে তোমার পানেই।
কবিতা লেখা দোষের কিছু নয়, অন্তত তখন-
যখন তুমি দেখবে সবকিছু তোমার কাছ থেকে ছুটে যাচ্ছে
যদিও তুমি আঁকড়ে ধরতে চেয়েছিলে সবই।
কবিতা লেখা বাহুল্য নয়, অন্তত সে সময়-
যখন অভিযোগের জবাবে তোমার মুখ থেকে বেরুবে না প্রচলিত কোনো শব্দ,
যদিও তুমি চাও, তুমি যা বলতে চাও সবই সে বুঝে নিবে কোনো না কোনোভাবে।
তোমার ওটুকুই খারাপ- তুমি রাগ করতে চাও।
তোমার ওটুকুই দোষ- তুমি মিশে যেতে চাও তার সাথে।
তোমার ওটুকুই বাহুল্য- অভিযোগের জবাবে তুমি বলতে চাও কিছু, কিন্তু পারো না।
তুমি শুধু জানো-
একহাতে তালি বাজে না, কিন্তু একতরফা ভালোবাসা যায়!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।