আলো নয় আধার খুজি ,সত্যের জন্যে নয় মিথ্যের বিরুদ্ধে যুঝি।
দুঃখবিলাস
--------------------------------------------------------------
আজ আর কবিতা লিখব না
পংক্তিতে পংক্তিতে সাজাবো না আর ছন্দের বেসাতি
আজ আর হবে না কোন স্মৃতি রোমন্থন
স্মৃতিরা সব আজ বিস্মৃতিতেই পড়ে থাক।
মনের সকল দ্বার রুদ্ধ করে আজ
সব অনুভুতিরে দেব ছুটি
সকল দ্বিধা-দ্বন্দের মুখে আজ তালা এঁটে
ঘুচাব মস্তিস্ক ও মননের এই বিস্তর ফারাক।
তারপরও হয়তো মনের গহীন কোনে
উঁকি দিয়ে যাবে কোন বিরহিনী'র মুখ
সকল রুদ্ধদ্বার ডিঙ্গিয়ে চোখের কোনে,
দু ফোটা জল এনে দিয়ে যাবে কোন কুহুকিনীর ডাগর চোখ।
উত্তরীর মাতাল হাওয়ায় ভেসে আসবে
কোন উদাসিনীর এলোকেশের ঘ্রাণ
মনের সকল আগল ভেঙ্গে,
দুকুল ছাপিয়ে বিরহ সাগরে ভাসাবে এ চিরবিরহি প্রাণ।
আজ আর ঐ পূর্ণিমা'র চাঁদ দেখব না
দেখব না তার শেতাঙ্গে কালিমা'র ছাপ
আজ কথা হবে আকাশের সব খসে যাওয়া তারাদের সাথে
উন্মত্ত মাতাল হাওয়ার সাথে হবে উদাত্ত প্রলাপ।
আজ আর ডোবাব না এ অধর শুরা'র পেয়ালায়
সাঁকি! আজ এ ঘরে তোমার প্রবেশ নিষেধ
আজ আর মাতব না কোন মিথ্যে উন্মাদনায়
মনকে আর দেব না মিথ্যে প্রবোধ
আজ শুন্য পড়ে থাক সব সূধার গেলাস।
আজ আর গাইব না কোন সুখগীতি
আনন্দ হিল্লোলের ছটায় রাঙ্গবে না আজকের স্বরলীপি
জীবনের সব দুঃখ দিয়ে রচিব আজ অভিগীতি
আজ আর সুখভ্রম নয়,আজ যে মোর দুঃখবিলাস।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।