হে মানুষ, তুমি মানুষের মতই হও, এই আমার আশা ও প্রার্থনা।
শান্ত সমুদ্রে আমার যাত্রা,
নির্জীব জড় বস্তুর মত মনটা,
হঠাৎ জোয়ারএ এলোমেলো হল সবুজতা,
তারপর আবার নিঃসঙ্গ অভিমানী যাত্রা,
বেদনার নীল পদ্মে পূর্বাহ্নে প্রত্যাগমন,
কানের কাছে অস্তিত্তের আলাপন,
সূর্যোদয়ের প্রেরনায় দ্বিতীয় জীবন,
কষ্টের সিদ কেটে সুখের আগমন,
পাথরতার বুক চিরে জীবনের শুভাগমন,
অদ্ভুত সেই জীবনের দুঃসহ চলন,
অতঃপর শুধুই বেদন, শুধুই বেদন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।