আলো অন্ধকারে যাই দুঃখবিলাস দুঃখ আমার আকাশ পাতাল , দুঃখ আমার সকাল বিকাল দুঃখ তোমার দুঃখ আমার এসো করি ভাগাভাগি না হয় নিলে একটু বেশী । দুঃখ আমার সারাবেলা , দুঃখ রাত্রি সন্ধ্যাবেলা ছোটো দুঃখ বড় দুঃখ সকল দুঃখ মাখামাখি আবার দুঃখ দুঃখ কাটাকাটি । দুঃখ আমার পাখির গানে , দুঃখ নদীর কলতানে দুঃখ ক্লান্তি দুঃখ শ্রান্তি দুঃখের মাঝে আমার বাস দুঃখ আমার সর্বনাশ । হাজার কোটি দুঃখের মাঝে আমি থাকি হাসি মুখে, ভাবি কখন দুঃখের সাগর হারায় হাসির রৌদ্রস্নানে, দুঃখ নিয়ে কাটাই সময় , দুঃখ নিয়ে গল্প লেখা দুঃখ আমার কাব্যপ্রদীপ , দুঃখ আমার বিলাসিতা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।