আমাদের কথা খুঁজে নিন

   

দুঃখবিলাস

ভেঙ্গে পড়ে সাবেকী বিশ্বাস,

দুঃখবিলাস -আবু মকসুদ স্ববিরোধী এক আত্মার সাথে মোলাকাত শেষে বাড়ি ফিরছি, সহসা থামতে হলো, শুনা গেলো কান্নার সানাই আসলে কিনতে গিয়েছিলাম টিকটিকির লেজ সে আমাকে গিরগিটি রঙ দেখালো কে কাঁদে! কে কাঁদে অবেলায়, ঘূর্ণি হরিণ দুঃখ সে কিনে কাল জলের দামে একজন স্বশিক্ষিত ব্যক্তি উপদেশ দিলেন কিছু পাবার বাসনা করো না হে... পস্তাবে আমি নীল মানুষ, দুঃখ নিরবধি তবু ঘাস ফড়িঙের ডানায় উড়তে সাধ হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।