বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।
তোমরা কেউ কি দিতে পারো প্রেমিকার ভালোবাসা
দেবে কি কেউ জীবনে উষ্ণতা তার সত্য আশা
ভালোবাসার আগে নিজেকে নিও বাজিয়ে
আমার মনের মত নিও নিজেকে সাজিয়ে
আমি বড় অসহায় অন্য পথে
একটি নাটকই দেখি মহাকালের মঞ্চে
ও আমায় ভালোবাসেনি
অসীম এ ভালোবাসা ও বোঝেনি
ও আমায় ভালোবাসেনি
অতলে ভালোবাসা তলিয়ে দেখেনি।
তোমরা কেউ কি করবে আমার জন্য অপেক্ষা
ভালোবাসবে শুধুই আমায় করবে প্রতিজ্ঞা
তোমরা কেউ কি করবে আমার জন্য অপেক্ষা
ভালোবাসবে শুধুই আমায় করবে প্রতিজ্ঞা
ভালোবাসার আগে নিজেকে নিও বাজিয়ে
আমার মনের মত নিও সাজিয়ে
আমি বড় অসহায় অন্য পথে
একটি নাটকই দেখি মহাকালের মঞ্চে
ও আমায় ভালোবাসেনি
অসীম এ ভালোবাসা ও বোঝেনি
ও আমায় ভালোবাসেনি
অতলে ভালোবাসা তলিয়ে দেখেনি।
এত ভীড়েও আজও আমি একা
মনে শুধু যে শুণ্যতা
এত ভীড়েও আজও আমি একা
মনে শুধু যে শুণ্যতা
আঁধারে যত ছড়াই আলো
সবই আঁধারেরই রাত
পথ যে কোথায় হারালো
ব্যাথাটা কার যে শুধায়।।
ডাউনলোড
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।