কল্পকথন.... স্বপ্নকথন.....।
দিচ্ছি ফাঁকি কাকে?
দু'চোখ বুজে, আঁধার খুঁজে
মনের দুঃখে, কী অসুখে
দাঁড়িয়ে আছি বাঁকে?
দুঃখ অহর্নিশ।
অগুন্তি দুঃখ, গুনে দেখি-
কুড়ি কিংবা বিশ!
চোখটা বুজেই ভাবি
আমার চেয়ে দুঃখী ধরায়
আর কেউ আছে নাকি!
দুঃখবিলাস করি
কষ্ট সৌধ গড়ি
জলে পড়ে গেছি!
ডুবে ডুবে পরিত্রাতা খুঁজি।
দেইনা নজর-কাটলে সাতাঁর
ঘাটটা আছে কাছে।
সময় বহে; আমরা সবাই
মত্ত অকাজে।
২২.১০.০৯
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।