আমাদের কথা খুঁজে নিন

   

"পথশিশুদের আম উৎসব-২০১১" এর ছবি ব্লগ।

নিজের কোনো ক্রিয়েটিভিটি নাই। বেশীর ভাগ ছবি ব্লগ। আরেকজনের ব্লগ থেইকা কপি-পেস্ট করি,ট্রান্সলেট করি। গত ২৫ তারিখে পথশিশুদের জন্য অন্যরকম এক আম উৎসব হয়ে গেল। এবারের আম উৎসবে সর্বমোট প্রায় ৬০০ কেজি আম পথশিশুদের খাওয়ানো হয়েছে।

পুরো কাজটি করেছে একটি ফেসবুক গ্রুপ "আমরা খাটি গরীব..." এর মেম্বাররা। গতবার শুধুমাত্র ঢাকা শহরে এই উৎসবের পালন করা হলেও এবার ঢাকা এবং চিটাগাংএ একসাথে এই উৎসব হয়েছে। ঢাকায় অপারাজেয় বাংলা নামে একটি এনজিও এর পথশিশুদের জন্য ৭টি স্কুলে ও রায়েরবাজার বুদ্ধিজীবী মাজারের পথশিশুদের কে আম খাইয়েছে ফেসবুকের এই গ্রুপ। পথশিশুদের পড়াশুনায় উৎসাহ দেবার জন্য মূলত পথশিশুদের স্কুলে গিয়ে আম দেওয়া হয়েছে। বরাবরের মত এবারও গ্রুপের মেম্বাররা নিজ থেকে উদ্যোগী হয়ে এই উৎসবে অংশগ্রহণ এবং সকল ব্যায় বহন করেছে।

আপনাদের জন্য এবারের উৎসবের কিছু ছবি শেয়ার করলাম। এবারের উৎসবের মিডিয়া পার্টনার ছিল রেডিও আহা। চলছে আম কেনা (সকাল ৭.৩০ টা) এটা আমাদের ঢাকার ট্রাক। এটা চিটাগাং এর ট্রাক। এবার আম নিয়ে রওনা দেওয়া ট্র্যাকের ভিতর আমরা সবাই।

টাউনহলে অপারাজেয় বাংলার একটি স্কুল। মোহাম্মাদপুরের টাউনহলে একটি স্কুলে পৌঁছালে একটি ছেলে আমাদের দিকে তাকিয়ে এভাবে হেসে উঠে আমাদের সবার জন্য একটি গান গেয়ে শোনায় এই ছেলেটি। একটি বাচ্চাকে আম দিচ্ছে গ্রুপের সদেস্যরা। চলে আসার সময় সবাই আমাদের জন্য হাততালি দিচ্ছে। এরপর আমরা সরাসরি চলে যাই মিরপুরের মাজার রোডে অবস্থিত অপরাজেয় বাংলার আরেকটি স্কুলে।

স্কুলে ঢুকার আগেই চোখে পড়ল এই পোস্টারটি। মেয়েটির নাম ভুলে গিয়েছি। আমাদের দেখে এত খুশি হয়েছিল যে সে দাড়িয়ে আমাদের জন্য একটা গান গেয়ে শোনায়। স্কুলের কিছু কার্যক্রম নিয়ে একটা ছবিবোর্ড। মাজার রোডের স্কুলটি ছেড়ে আসার সময় এই ছবিটা তোলা হয়েছিল।

ওখান থেকে আমরা সরাসরি চলে গেলাম কমলাপুরের শাখায়। সেখানে এভাবে শান্ত ভাবে বসে থাকতে দেখে কে বলবে কিছুক্ষণ আগে আমদের ট্রাক দেখে সবাই দৌড়িয়ে চলে এসেছিল ! এক পথশিশুর হাতে আম তুলে দিচ্ছে গ্রুপের এক মেম্বার। আম হাতে পেয়ে খুশি কিছু মুখ আম হাতে পেয়ে এক পথশিশুর উচ্ছ্বাস। সবাই একসাথে । হাইকোর্ট মাজার প্রাঙ্গণে স্কুল এটি।

চলছে আম দেওয়ার কাজ। সবাই যার যার আম উচু করে ধরল। আম পেয়ে খুশি একটি ছেলে। উফফ এখনই একটা আম খেতে খুব ইচ্ছা করছে। আমাদের প্রিয় সাজ্জাদ ভাইয়ের ছবি এটি।

এর ফাকে চলছিল লাইভ অনলাইন ব্রডকাস্টিং রেডিও আহার সৌজন্যে । একসাথে আম খাবার প্রতিযোগিতা। নীলক্ষেতে অবস্থিত স্কুলের ছবি। চন্দ্রিমা উদ্দ্যানের শাখায় আম নিয়ে গেলে আমাদের গ্রুপের মডেল ছাব্বির এভাবে হেসে উঠে। পথশিশুদের মাঝে রস আলোর কার্টুনিস্ট জুনায়েদ।

একটি শিশু আমাদের জন্য একটি কবিতা আবৃতি করে শোনাল। কবিতার সাথে সাথে সবাই এভাবে হাত নাড়াচ্ছিল। আমাদের রাজ্জাক ভাই আর ছাব্বির । আম পেয়ে সবাই একসাথে। হাসিমুখ চিটাগাং এর কিছু ছবি ছবি কৃতজ্ঞতাঃ মুনতাসির অমি, ফাহিম আহসান, অমি চৌধুরী, সাজ্জাদ হোসেন, মোঃ মেহেদি হাসান, সামিয়া জসিম, মাজেদুল হক রবিন সহ আরো অনেকে।

ফেসবুক গ্রুপঃ Amra Khati Gorib... অফিসিয়াল ফ্যান পেইজঃ Amra Khati Gorib.  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.