আমাদের কথা খুঁজে নিন

   

পথশিশুদের জীবন-যাপন



আমরা অনেকেই পথশিশুদের অসহায় অবস্থার কথা কমবেশি জানি। তাদের থাকার বা ঘুমানোর কোন জায়গা নেই। রাস্তায়, ফুটপাতে আর রেলওয়ে স্টেশনে এরা ঘুমিয়ে থাকে। তারা দিনরাত কঠোর পরিশ্রম করে। তারা অনেক সময় উদ্দেশ্যহীনভাবে রাস্তায় ঘুরে বেড়ায়।

তাদের মধ্যে কেউ কেউ রিকসা, ঠেলা ও ভ্যান গাড়ি ঠেলে জীবিকা নির্বাহ করে। তাদের উপার্জন খুবই নগন্য। কখনো কখনো তারা রাস্তায় ভিক্ষা করে। এসব পথ-শিশুদের দায়িত্বহীন পিতা মাতা সন্তানদের কোন খোঁজ খবর রাখে না। অনেক পথশিশুই তাদের পিতা-মাতার পরিচয় জানেনা।

অনেকের পিতা-মাতা থাকা সত্বেও সন্তানের ব্যাপারে তারা চরম উদাসীন। পথশিশুরা ভাত-কাপড়সহ তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত। সরকারের উচিত অনতিবিলম্বে পথশিশুদের সমস্যা লাঘব করা। আমাদের সবারই উচিত পথশিশুদের দিকে সুনজর দেওয়া এবং তাদের উন্নতিসাধনের জন্য চিন্তা করা। পথশিশুদের জীবন মান উন্নয়নে বিভিন্ন সরকারী-বেসরকারী সংস্থা ও প্রতিষ্ঠান থাকলেও বাস্তবে পথশিশুদের উন্নয়নে এসব প্রতিষ্ঠানের কার্যকর কোন উদ্যোগ খুব একটা পরিলক্ষিত হয়না।

ক্ষেত্র বিশেষে মুষ্ঠিমেয় বেসরকারী সংস্থা বিশেষ বিশেষ এলাকার পথশিশুদের কল্যাণে কাজ করলেও সামগ্রিকভাবে পারিবারিক আশ্রয় বঞ্চিত এই অসহায় শিশুদের নিয়ে এখনও কোন বড় ধরণের কোন উদ্যোগ চোখে পড়েনা। একটি কেস স্টাডি: রহিমের বয়স ১২ বছর। সিলেট রেলওয়ে স্টেশনে কুলির কাজ করে। তাকে অন্যান্য বয়স্ক কুলির সাথে প্রতিদ্বন্ধিতা করতে হয়। যাত্রীদের অনেকেরই সহানূভূতি লাভে সফল হয় বলে প্রায়ই অন্য প্রতিদ্বন্ধীদের শারীরিক নির্যাতন সহ্য করতে হয় তার।

সে তার মত অন্যান্য ছোট ছেলেদের সাথে রেলওয়ে স্টেশনেই রাতে ঘুমায়। বয়স্কদের তুলনায় সে অর্ধেক পরিমাণ মজুরি পেয়ে থাকে কারণ সে খুব ভারী বোঝা বহন করতে পারে না। এসব নিরিহ মানুষদের জন্য আমাদের কিছু করা উচিত। আশা করি আমার সব বাঙালি ভাই বোনেরা অবশ্যই এগিএ আসবেন। এটা আমার প্রথম ব্লগ,ভুল ত্রুটি খমার চোখে দেখবেন


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.