আমাদের কথা খুঁজে নিন

   

পথশিশুদের সাথে কিছু সময়.......

আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুজে পাই

আমাদের এই ব্যস্ত জীবনে কতকিছু আমরা এরিয়ে যাই। সময় আমাদের কে চাইলেও অনেক কিছু করতে দেইনা। গতকাল বিকালে বের হয়েছিলাম এক বন্ধুর সাথে দেখা করতে। বন্ধুর বাসা আগ্রাবাদ এলাকায়,এটাকে সবাই বানিজিক এলাকা হিসাবে চিনে। বন্ধু আসতে দেরি হওয়ায় একটা অফিসের সামনে বসলাম।

শুক্রবার ছিলো বিধায় পুরা এলাকাটা অনেকটা ফাঁকা ছিল। বসে থাকতে বিরক্ত লাগছিল,তাই কিছু একটা করার চিন্তা করছিলাম। এমন সময় খেয়াল করলাম কিছু পথশিশু চরম আনন্দ করছিল। আমার আবার ফটো তোলার খুব শখ। লোভ সামলাতে না পেরে নেমে পরলাম রাস্তায় পথশিশুদের সাথে আনন্দ ভাগ করতে।

কি নির্মল তাদের আনন্দ,নিজের চোখে না দেখলে বুঝা যাবেনা। দুই জন মিলে মহাআনন্দে সাইকেল চালাচ্ছিল,কিছুক্ষন একজন চালাই তো আর কিছুক্ষন অন্যজন চালায়। জিগ্গাস করলাম সাইকেল ভাড়া কোথায় পেয়েছে,উত্তরে বলল..সারাদিন রাস্তা থেকে কাগজ কুড়িয়ে বিকালে তা বিক্রি করে ৪৫ টাকা পেয়েছে। তা থেকে ৩০ টাকা মাকে দিয়ে বাকি ১৫ টাকা থেকে ১০ টাকা দিয়ে তারা সাইকেল ভাড়া করেছে। আর ৫ টাকার মুড়ি কিনে খেয়েছে।

যাক তারপর তাদের ফটোসেশন শুরু করি। ওরে আল্লাহ তাদের সে কি আনন্দ! বলে স্যার একটু খাড়ান ছুলডা ঠিক কইরা লই.......ছবি তোলা শেষ এবার তারা ছবিগুলা দেখার আগ্রহ প্রকাশ করলো....ছবি দেখে ত তারা হেসে খুন....একজন বলল দেখ আমার ছবিডা কি সুন্দর হইছে...। B-.। যাক ইতিমধ্যে আমার বন্ধু এসে হাজির হলো এবং আমারও যাবার সময় হলো। যাদের জন্য বিকাল টা এতো সুন্দর কাটালাম সেই ২ পথশিশু বন্ধুকে ২টা চিপস্ নিয়ে দিলাম....চিপস্ পেয়ে ২ জন যেন আকাশ থেকে পড়ল।

:.....তারপর রাত নেমে এলো আমি আর আমার বন্ধু চললাম আমাদের গন্তব্য এর উদ্দেশ্যে,,,,,,,

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.