আমাদের কথা খুঁজে নিন

   

পথশিশুদের নিয়ে মিলি রহমানের ভাবনা

সাফকথা

পথশিশুদের নিয়ে ‘আমরাও পারব … যদি তোমরা চাও’ এ স্লোগান নিয়ে ‘এসো পড়ি’ নামের একটি অরাজনৈতিক শিক্ষা সংগঠনের ব্যানারের প্রায় অর্ধশতাধিক পথশিশুর সঙ্গে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্ত্রী মিলি রহমান। পথশিশু। মুক্তিযুদ্ধের ব্যাপারে যাদের কোনো ধারণাই নেই। বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্ত্রী মিলি রহমান পথশিশুদেরকে নিয়ে সাংগঠনিকভাবে কিছু করা যায় কি না তাই তিনি ভাবছেন। তিনি বলেন, ‘বীর শ্রেষ্ঠ মতিউর রহমান ফাউন্ডেশন’ নামের তাঁর একটি সংগঠন রয়েছে।

যে সংগঠনটি গরিব ও বস্তিবাসীর জন্য কিছু একটা করতে চায়। তিনি আরো বলেন, এদের কথা কেউ চিন্তা করে না। এরাই দেশ স্বাধীন করেছে। এদের অবমূল্যায়ন করা যাবে না। এরা ভালো থাকলে মতিউর রহমানের আত্মা শান্তি পাবে।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.