আমাদের কথা খুঁজে নিন

   

অনর্থক কবিতা

বিবেক বিবাগী নামটা শাহানা বাজপাই-এর কাছ থেকে ধার করা, খুব সুন্দর একটা শব্দ। তাই নিক হিসেবে দিলাম। ভ্রান্ত কবির ভ্রান্ত দর্শন সমস্ত উচ্ছ্বাস থেমে যাবার পর কিছুটা সময়ের অবসর পেলাম, এসো, ক্লান্ত কাঁধে চাপড়ে দাও সর্বভূক পতঙ্গের মুখর কোলাহল প্রতিনিয়ত দেব-দেবীর মুখোশে বিমূর্ত শিল্পকলার প্রহসন পরি; নিয়ত বেঁচে থাকায় স্বপ্নের ঘুড়ি ক্রমশ গুণ টানা নৌকার মত টেনে যাই অথবা সুতা ছেড়ে লোক-লোকান্তরের অধিবাসী হই, যেভাবে শব্দ তোমাকে বন্দী বা মুক্ত করে সকল বন্দীত্বে এসো, মৃত্যুর অপেক্ষা করি জ্ঞান অর্জনের তো অনেক দেরি ঈশ্বর আর যৌনতা মিশিয়ে আধুনিক পায়ে এঁকে নিয়ে পথচিহ্ন, ধুলায় ধুসরিত হই বন্ধ করি হাস্যকর কল্পনা এসো, মৃত্যুর অপেক্ষা করি, বোকা হবারও তো অনেক দেরি...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.