আমাদের কথা খুঁজে নিন

   

পথশিশুদের আম খাওয়াবে 'amra khati gorib...'গ্রুপ by Razzaqur Rahman

আমি শেষ বিকেলের রঙ্গে , নিজেকে সাজাতে গিয়ে , সময়ের ভুলে , রাতের আঁধারে হারিয়েছি নিজেকে যদি প্রশ্ন এমন হয় যে, আপনি কি ভাল কাজ করেছেন এতোদিন পর্যন্ত ? হয়তো করেছেন কিন্তু আপনার জীবনের তুলনায় তা অতি নগন্য !এত গুলো দিন আপনি বেঁচে আছেন কিন্তু ভাল কাজের সংখ্য হাতে গোনা ।অথচ আমাদের সকলের ব্রতই আমরা ভাল মানুষ, ভাল কাজ করি, সকলে আমাদের ভাল কয় ।কিন্তু সত্যি বলতে আমরা ভাল কাজ করি না, আর করলেও তা হাতের দাগের মধ্যেই সীমাবদ্ধ ।তো যেহুতু, ভাল কাজ সবাই করতে চায়, কেউ বা ভাল কিছু করার কথা ভাবছেন,কেউ বা কিছু করতে চাচ্ছেন,কেউ খুজচ্ছেন কি করা যায়’’আপনাদের একটা বিশেষ খবর দিতে চাই… ফেসবুকের “Amra khati gorib…”নামের ভোলান্টারী গ্রুপের পক্ষ থেকে, করে আসা বেশ কিছু ভাল কাজের ধারাবাহিকতায়, আসছে আগামী জুন মাসের ২৫ তারিখ গরীব পথশিশুদের আম খাওয়ানোর দিন । চট্রগ্রামে ও ঢাকায় একযোগে পথশিশুদের আম বিতরন করা হবে । পথের শিশুরা ফল ফলাদি খেতে পাবে কই ? আপনি আমি যখন ফল কিনি বা খাই তখন তারা দূর থেকে দেখে !যানি না তাতে কতটুকু তৃপ্তি পায় !তাদের ক্ষিন সময়ের জন্য তৃপ্তি দেয়ার জন্য তাদের মুখে হাসি ফোঁটানোর জন্য আমাদের এই প্রচেষ্টা ।গত বার আম খাওয়ানো হয়েছিল ঢাকার পথশিশুদের এবারে খাওয়ানো হবে ঢাকা ও চট্রগ্রামে একযোগে … নির্মল আনন্দ কখন পেয়েছেন ?আনন্দে কখনো চোখ ছলছল করেছে ?স্নেহের মায়ায় চোখের কোনায় দুফোঁটা জলের অস্তিতব টের পেয়েছেন ? এই আনন্দ না পেলে পৃথিবীর আনন্দের বিশেষ একটা অংশ আপনার অজানা থেকে গেল ! আর পেয়ে থাকলে তো বুঝতেই পারছেন…! আপনি সক্রিয় ভাবে বা আপনার অবস্থান থেকে এই ভাল কাজের সাথে যুক্ত হতে পারেন ! যুক্ত হউন এই গ্রুপটার সাথে ।হেল্প করতে পারেন এই ঠিকানায় । ''Account name : Rohit Hasan Kislu/Account Number : 110.101.97783/Dutch-Bangla Bang Ltd.'' পাশে থাকুন সবসময় ! একান্ত যদি থাকতে না পারেন তো যেখনেই থাকুন সেখানকার পথশিশুদের আম খাওয়ান !আমরা কত আনন্দেই না আম কাঁঠাল খাই !তেমন না হউক, শিশুর মুখে হাসি ফোঁটাতে যতটুকু দরকার ততটুকু আম খাওয়াই !এই দিনটি হউক পথশিশুদের জন্য...!আসুন দেশের প্রতিটি জেলার সকল অনলাইনের থাকা শ্রোদ্ধেও,স্নেহ ভাজন সবাই মিলে পথশিশুর মুখে হাসি ফোঁটাই ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.