যেখানে কিছুই পাইনি সেখানে হারাবার কিছুই নেই............. গতকাল বিকেলে মনটা ফুরফুরে মেজাজে ছিলো, কারন মাস খানেক আগে আমাদের এলাকার একজন উপররে সারির রাজনৈতিক নেতার বিয়ের ভিডিওগ্রাফির মেমেন্ট দেয়ার কথা আজ।
সন্ধ্যার আগে তার কাছে গেলাম। সে বললো কত দেবো??
শুধু বিয়ের প্রোগ্রাম হলে আমি ৩০০০টাকা এবং বিয়ে + বৌভাত এর প্রাগ্রাম হলে ৫০০০টাকা পেমেন্ট নিয়ে থাকি (সর্ব নিম্ন)। প্রোগ্রাম ক্যাটাগরি এবং এডিটিংএর উপর নির্ভর করে পেমেন্ট বাড়াই। তাকে খুলে বললাম।
সে বললো "আমার কত দেয় লাগবে?" যেহেতু তার শুধু বিয়ের প্রোগ্রাম টা করেছিলাম তাই আমি ৩০০০ টাবার কথা বললাম। সে আমার হাতে ৫০০টাকার একটা নোট ধরাইয়া দিলো।
আমি পুরাই টাস্কি খাইয়া গেলাম। অমি প্রায় সাড়ে চার বছর ধরে ভিডিওগ্রাফি করছি, কথিত রাজনৌতিক নেতার চাইতে ও অর্থনীতিক ভাবে অনেক ছোটো ফ্যামিলির প্রোগ্রামে গিয়েছি কিন্তু এইরকম বিব্রতকর পরিস্থিতিতে আমার কখনও পড়তে হয়নি। আসার সময় একবার ভাবছিলাম টাকাটা ফিরিয়ে দেবো পরে ভাবলাম আব্বুর সাথে তার ভাল সম্পর্ক।
তাই আর বাড়াবাড়ি করি নাই।
মন + মেজাজ পুরাই গরম হয়ে গেলো। ঘটনাটা এখানেই শেষ হলে ভাল হতো।
কপালে না খাকরে কোনো কিছুই সম্ভব না!!! জানি না কে এই কথাটা বলেছে, তবে আজ এই কথাটার সত্যতা প্রামান পাইলাম। গত কালকের ভিডিও প্রোগ্রামে মাত্র ৫০০টাকা পেমেন্ট দিয়েছিলো।
এমনেতি মেজাজ খারাপ ছিলো। কাল আব্বু ঢাকা গেছে আজ সকালে গলাচিপা (উপজেলা শহরে) তে কিছু টাকা দিতে হবে তাই অমি ই গেলাম। আম্মু আমারে ৫০০০টাকা দিলো পাওনা দিতে। আমার কাছে সেই ৫০০টাকা এবং আরও ১০০ টাকা ছিলো। ৫০০০টাকা প্যান্টের সামনের পকেটে নিলাম আর বাকি খুরচো টাকা পিছনের পকেটে নিলাম।
বাজারে গিয় একটা হোটেলে নাস্তা খেলাম। বিল হইলো ২৫টাকা আমি ১০০টাকা দিলাম আমারে ৭৫টাকা ফিরিয়ে দিলো। তখন আমার কাছে খুরচো ৭৫টাকা আছে (৫০টাকার ১টা নোট, ১০টাকার ২টা নোট, আর ৫টাকা) স্টান্ডে গিয় দেখি তেমন পরিচিত কোনো হোন্ডা নাই। একজনকে মোটমুটি চিনতাম তার সাথে ই উঠে গেলাম। পৌছে তারে তার ভাড়া ৩৫ টাকা দিয়ে দিলাম।
আব্বুর কাছে যে ৫০০০টাকা পেতো সে আমার কাছ থেকে টাকা নিয়ে গেলো। এর পর আমার ভিডিও ক্যামেরায় একটু প্রবলেম ছিলো সেটা ঠিক করালাম। কিন্তু বিল দিতে গিয়ে দেখি আমার পকেটে ৫০০টাকার নোট টা নাই। যেটা গতকাল রাতে আমারে পেমেন্ট দেয়াহয়। আমি পুরাই টাস্কি খাইলাম।
বাসায় আম্মুকে ফোন দিয়ে বললাম প্যন্ট টা চেক করতে যদিও নাস্তা খাওয়ার পর অমি ৫০০টাকার নোট টা আমার পকেটেই দেখছিলাম। আম্মু কইলো পকেটে নাই।
এর পর মনে পড়লো আমি হোন্ডাওয়ালা রে ২০টাকার ১টা নোট ১০টাকার ১টা নোট আর ৫টাকা দিয়েছিলাম। কিন্তু আমার কাছে তো ২০টাকার নোট ই ছিলো না।
আর আমার কাছে তথন ৬০টাকা আছে, তার মানে আমি ভুল করে হোন্ডাওয়ালারে সবুজ ২০টাকার নোট মনে করে ৫০০টাকা দিয়ে দিছি।
এরপর যেভাবেই হোক ক্যমেরা ঠিক করার টাকা মেনেজ করি। এলাকায় ফিরে হোন্ডাওয়ালার কাছে গেলাম বললাম ভাই আপনেরে ২০টাকার নোট মনে করে ৫০০টাকা দিছি। সে আমার দিকে এমন ভাবে তাকাইলো যেনো আমি একটা এলিয়েন। সে আমারে কইলো আমার কাছ থেকে টাকা টা আনার পর সে ভাত খাইছে এবং আমার ৩৫টাকাই সেথানে দিছে।
কাহিনী এইখানেই শেষ।
আমি কথা বাড়াইলাম না। বাসায় জইলা আসছি। ভাবলাম "কপালে না খাকরে কোনো কিছুই সম্ভব না!!!"
অভাগা যেদিকে যায় সেদিকের সাগর ও শুকাইয়া যায়
বি: দ্র্র:- ছবিগুলো বিভিন্ন প্রোগ্রামে তোলা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।