আমাদের কথা খুঁজে নিন

   

একটি নিষিদ্ধ রাতের গল্প

বালক জানে না তো কতটা পথ গেলে, ফেরার পথ আর থাকে না কোনো কালে...

চাঁদ ছিল কিনা বলতে পারবনা । খেয়াল করিনি । ছিল হয়তো না থাকলেও সমস্যা নাই । আচ্ছা বাতাস কি ছিল ? মৃদু মন্দ বাতাস ? জানিনা । হয়তো মৃদু মন্দ বাতাস ছিল অথবা জোর হাওয়া ।

এত কিছু খেয়াল করার সময় ছিলনা আমাদের । একটা নিষিদ্ধ কিছু করতে যাচ্ছি এই উত্তেজনা টুকু শুধু টের পাচ্ছিলাম । নিষিদ্ধ একটা কাজ করতে যাচ্ছি । নিষিদ্ধ! গাঁজা ছিলনা সেদিন রাতে । ১০টা বাজতে না বাজতেই শেষ ।

আমার বন্ধুরা যারা গাঁজার সুবাধে প্রতিদিন আমার খুজ নেয় তারা চলে গেল সাড়ে দশটার মধ্যে। এ আশ্চার্য্য এক ধোয়া ,যতক্ষন আছে তো জমাট ;নেই তো শেষ ,কে রাখে কার খুজ। অল্প নেশা কেটে গেল একটুতেই। নিজেকে একা ভেবে আকাশের দিকে তাকিয়ে পৃথিবীর চৌদ্দগুষ্ঠিকে একটা খারাপ গালি দিলাম । এমন সময় অন্ধকার ঘরের কোনা থেকে শুনলাম, পাড়ায় যাবি।

রতনের গলা । শালা ভাগেনি এখনো ,নিশ্চয় ভেবেছে আমি মাল লুকিয়ে রেখেছি পরের জন্য। শালা হারামজাদা একটা। -যা ভাগ ,পাড়ায় যাবে- তোর ইয়ে হয়......... -সত্যি কচ্ছি মাগার ,তিন রাত ধইরা ঘুমাইতে পারিনা । দেখবি কি হয়া আছে? দেকবি? দেক।

বলে আমার দিকে আসতে আসতে প্যান্ট খুলতে থাকে হারামিটা । আমি অন্য দিকে চোখ ফিরাই। আনমনে বলি , চল যাই। নেশার ঘোরে অথবা সজ্ঞানে আমি জানিনা কিভাবে , কিন্তু আমি বলি চল যাই। চল পতিতালয়ে যাই ।

নিষিদ্ধ পাড়ায় যাই । আমাদের মধ্যে আর কোন মতভেদ থাকেনা । জীবনে প্রথম বারের মত আমরা রওনা হই আমাদের অদেখা এক জগতে । একটি নিষিদ্ধ রাতের গল্প শেষ এখানেই, কারন এর পর আর নিষিদ্ধ কিছু থাকেনা, প্রাত্যহিক হয়ে যায়। এমনি কিছু নেশাখোররা, সমাজের আবর্জনারা ,বর্বররা ,পতিতরা কিছু টাকা দিয়ে আসি ওদের হাতে ঐ টাকায় সরকার পায় ট্যাক্স ।

সরকারের বাজেট বাড়ে । স্কুল , কলেজ ,মাদ্রাসা ,মসজিদ , মন্দির তৈরি হয় ঐ টাকায় । এই সব বড় পবিত্র জিনিশ । অপবিত্র শুধু পতিতারা,সমাজের আবর্জনারা। ওদের জন্য আমাদের কিছুই করার নাই।

ওরা শেষ , ওগোর ইহকাল পরকাল কিছু নাই ! আমরা শুধু নামাজ পরে ,পুজোকরে ওদের জন্য প্রার্থনা করতে পারি , হে ঈশ্বর পতিতদের উদ্ধার কর।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.