রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণার পরপরই রাজধানীর কমলাপুর এলাকায় গাড়ি ভাঙচুর করেছেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। আজ বৃহস্পতিবার বিকেলে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল বের করে কয়েকটি গাড়ি ভাঙচুর করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সায়েদাবাদের দিকে যাওয়ার সড়কে বেলা তিনটার দিকে জামায়াত-শিবিরের বিক্ষুব্ধ কর্মীরা ঝটিকা মিছিল বের করেন। মিছিল কিছু দূর যেতে না যেতেই রাস্তায় চলাচলরত কয়েকটি গাড়িতে ভাঙচুর চালান। এরপর রাস্তায় আগুন ধরিয়ে দেন তাঁরা। পরে পুলিশ এলে পালিয়ে যান জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা।
এ ব্যাপারে জানতে চাইলে মতিঝিল জোনের অতিরিক্ত উপকমিশনার মেহেদি হাসান প্রথম আলো ডটকমকে বলেন, ঝটিকা মিছিল বের করে গাড়ির কাচ ভাঙচুরের সময় পুলিশ ধাওয়া দিলে জামায়াত-শিবিরের কর্মীরা পালিয়ে যান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।