আমাদের কথা খুঁজে নিন

   

রায়ের পর ককটেল আগুন আজ চট্টগ্রামে হরতাল

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণার প্রতিবাদে রাজধানীর বিভিন্ন এলাকায় সাতটি গাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

গতকাল দুপুর থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত এসব ঘটনা ঘটেছে। নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুপুরে নয়াপল্টন এলাকা থেকে দুলাল নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা আড়াইটার দিকে বঙ্গবাজার মোড়ে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় নুরুল ইসলাম (২৫) নামে এক পথচারী যুবক অগ্নিদগ্ধ হন।

গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বার্ন ইউনিটের চিকিৎসক নাসিমা-ই-তাসলিম বলেন, নূরুলের শরীরের প্রায় ৪৫ শতাংশ পুড়ে গেছে। নুরুল ইসলাম তেজগাঁও বাবলি মসজিদ-সংলগ্ন এলাকায় থাকেন। তার বাড়ি কুমিল্লার মুরাদনগরে। বেলা পৌনে ৩টার দিকে কাজী আলাউদ্দিন রোডে একটি পিকআপ ভ্যান পুড়িয়ে দিয়েছে রায়ের প্রতিবাদকারীরা।

প্রায় একই সময়ে বঙ্গবাজার পশু হাসপাতালের সামনে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। বেলা ৩টার দিকে পুরান ঢাকার বাবুবাজার এলাকায় ছাত্রদলের একটি মিছিল বের হয়। রায় ঘোষণার প্রতিবাদে তারা মুহুর্মুহু ককটেল ফাটিয়ে এলাকা ত্যাগ করে। প্রায় একই সময়ে আরামবাগে এস আলম পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এদিকে ফাঁসির রায় ঘোষণার পরপরই পল্টনে পানির ট্যাংকির সামনে ছাত্রদল একটি মিছিল বের করে।

এ সময় কয়েকটি যানবাহন ভাঙচুর চালিয়ে একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। বেলা দেড়টার দিকে ৮-১০ জনের একদল দুর্বৃত্ত ফকিরাপুল বাজার এলাকায় 'রায় মানি না, মানি না' স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে একটি প্রাইভেটকারে আগুন ধরিয়ে দেয়। বিকাল পৌনে ৪টার দিকে রাজধানীর শান্তিনগর এলাকায় একটি কাভার্ড ভ্যানে আগুন দেয় সাকার সমর্থকরা। পরে স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে।

বিকাল সোয়া ৪টার দিকে বিজয়নগর নাইটিঙ্গেল মোড়ে একটি মাইক্রোবাস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এর কিছুক্ষণ পর বিকাল সাড়ে ৪টায় টিকাটুলিতে একটি সিএনজি অটোরিকশায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বিকাল পৌনে ৫টার দিকে কাকরাইলে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালের সামনে একটি প্রাইভেটকারে আগুন দেয় সাকার সমর্থকরা। পুলিশ জানায়, পৌনে ৫টার দিকে একটি প্রাইভেটকারে কে বা কারা আগুন দিয়ে পালিয়ে যায়।

পরে কেন্দ্রীয় ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ছাড়া ফার্মগেট, মিরপুর-১০, কাকরাইলসহ বিভিন্ন স্থানে গাড়ি ভাঙচুরের খবর পাওয়া গেছে। পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মেহেদি হাসান জানান, দুপুরের দিকে বঙ্গবাজার ও ফকিরাপুল এলাকায় দুটি গাড়িতে অগি্নসংযোগের চেষ্টা করে দুর্বৃত্তরা। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মোহাম্মদ আলী বলেন, সাতটি গাড়িতে আগুন দেওয়ার খবর পেয়ে ফায়ার ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

চট্টগ্রামে ভাঙচুর গাড়িতে আগুন আজ পূর্ণদিবস হরতাল : বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় ঘোষণার পর চট্টগ্রাম নগরীর স্টেশন রোডে একটি যাত্রীবাহী রাইডার জ্বালিয়ে দিয়েছে সাকার সমর্থকরা। একইভাবে তার নির্বাচনী এলাকা রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের আনন্দ মিছিলে হামলা চালিয়ে পাঁচটি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে। গতকাল দুপুরে পৃথকভাবে এ ঘটনা ঘটে। অন্যদিকে রায় ঘোষণার পর চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এ রায় প্রত্যাখান করে চট্টগ্রাম জেলায় আজ সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। চট্টগ্রাম জেলার হাটহাজারী সার্কেলের এএসপি আ ফ ম নিজাম উদ্দিন বলেন, রায় ঘোষণার পর পরই মিছিল বের করলে ছাত্রলীগ ও যুবলীগের ওপর হামলা করে সালাউদ্দিন কাদের চৌধুরীর অনুসারীরা।

পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া উপজেলায় হঠাৎ কয়েকজন সাকার অনুসারী ব্যারিকেড দেওয়ার চেষ্টা করে। তবে যান চলাচলে কোনো ব্যাঘাত সৃষ্টি হয়নি। কোতোয়ালি থানার এসআই কামরুজ্জামান বলেন, রিয়াজুদ্দিন বাজারের পাশের একটি গলি থেকে কয়েকজন যুবক স্টেশন রোডে দাঁড়ানো যাত্রীবাহী রাইডারে আগুন দিয়ে পালিয়ে যায়।

চট্টগ্রাম নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ট্রাইব্যুনাল কর্তৃক রায় ঘোষণার আগেই আইন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ রায়ের কপি চলে এসেছে।

তাই বোঝা যায় এ রায় রাজনৈতিক ও প্রহসনমূলক হয়েছে তাতে কোনো সন্দেহ নেই। তাই মানবতা বিরোধী বিচারের নামে প্রহসন ও রাজনৈতিক প্রতিহিংসামূলক রায়ের প্রতিবাদে আজ উত্তর, দক্ষিণ ও নগরীতে চট্টগ্রামের মানুষ সকাল-সন্ধ্যা হরতাল পালন করবে।

আমাদের ফেনী প্রতিনিধি জানান, একাত্তরে মানবতা বিরোধী অপরাধের দায়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় প্রত্যাখ্যান করে ফেনীতে বিক্ষোভ করেছে বিএনপি ও তার অঙ্গসংগঠনগুলো। দুপুরে রায় প্রত্যাখ্যান করে ফেনী প্রেস ক্লাবের সামনে থেকে পৌর বিএনপির সভাপতি আলাউদ্দিন আলালের নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের ট্রাংক রোড প্রদক্ষিণ শেষে আবার প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

মিছিল শেষে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এতে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতারা বক্তব্য রাখেন।

রায়ের প্রতিবাদে রাঙামাটিতে আজ সকাল সন্ধ্যা-হরতাল : আমাদের রাঙামাটি প্রতিনিধি জানান, বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির আদেশের রায়ে প্রতিবাদে রাঙামাটিতে আজ বুধবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগি বিভিন্ন সংগঠন। গতকাল মঙ্গলবার বিকেলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহ আলম ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. ইলিয়াছ এক প্রেস বিজ্ঞপ্তি জানান, আমাদের বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের সাথে আলোচনা করে সর্বসম্মতিক্রমে এই হরতালের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে হরতাল সর্বাত্নকভাবে পালনের লক্ষ্যে রাঙামাটি জেলা বিএনপির দলীয় কার্যালয়ে বিশেষ বৈঠকেও বসেন নেতাকর্মী।

বৈঠক শেষে বিএনপির নেতাকর্মী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শহরের বিক্ষোভ মিছিল বের করে। রাঙামাটি পৌরসভার মেয়র ও পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টো ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পনিরের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহ আলম ও জেলা ছাত্রদলের সভাপতি আবু সাদৎ মো. সায়েম।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.