ফাগুনের কাঁচা রোদের স্পর্শে
তোমার স্বপ্ন বুনন শুরু হোক আজ থেকে
ফাগুনের হলুদ রঙ্গা শাড়ি পরে ঘুরে বেড়াও সারাবেলা
কপালে নীল টিপ দিয়ে মাথায় জড়াবে
হলুদ শাড়ীর সাথে পড়বে ম্যাচ করা বাহারি রঙ্গের উড়না।
তোমার আলতো চুলে জড়াবে সৌরভ ছড়ানো
জামরুল ফুলের মালা।
আর তোমার সাথে রইল আমার আগুন লাগা ফাগুন ভালবাসা।
ফাগুনের দখিনা বাতাসে হলুদ শাড়ির আঁচল উড়াও কিছুটা সময়
একটুখানি গুন গুন করে ফাগুন এর গানটা গাও কিছুটা সময়।
ফাগুনের ভরদুপুরে তাকাও তোমার প্রিয় নীলের দিকে
চোখের দৃষ্টি সবুজ জোৎন্সার জোয়ারে ভাসাও।
ফাগুনে টক ঝাল মিশেলে তৈরি তোমার প্রিয় খবার খাও
আর গোধূলীর শেষ আলোতে ছড়িয়ে দাও তোমার কালো চুল।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।