আমাদের কথা খুঁজে নিন

   

ফাগুনে চৈত্রের ভাবনা

= শাফিক আফতাব = চৈত্রের বৃষ্টিজলের গন্ধ আসে, ধুলোভেজা পিচঢালাপথে হেঁটে চলি, তোমার শাড়ির আঁচলের ভাঁজে মুখ গুঁজে ; পথে বৃষ্টি আমাদের ভিজে দিয়ে যায় ; ভাসে জলছাপেতে ভেতর বাড়ির সৌন্দর্যের ঘ্রাণ ; কী সুন্দর মন অজ্ঞাত আমেজে। বৃষ্টির ভেতর ফুটে ওঠে উষ্ণ উষ্ণ অজস্র ফুল তুমি নিবিড় হলে সমতলে প্রবাহিত হয় আদিম স্রোতস্বতী পাতাকাণ্ড বাতাসে ঝাঁপড়ায় স্থির থাকে বৃক্ষেরমূল আপন নিয়মেই পৃথিবীতে হয় আহ্নিক আর বার্ষিকগতি। তুমি এলে চৈত্রের দহনে বর্ষা আসে, ধুলো ভেজে পৃথিবীর এক শান্ত স্নিগ্ধ ফুরফুরে পুলকের ঘ্রাণ ভাসে হৃদয়ে আম জাম কাঠাঁলের ছায়া কত সুনিবিড় ঊৃষ্টির জলে ধুয়ে হয়ে যায় খেকশিয়ালীর বিয়ে। চৈত্রের বৃষ্টিতে আজও তোমাকে পাই মনের শাশ্বত গহনে দিয়েছিলে যা, নিয়েছিলে যা ; মনে পড়ে আজ যেন ফালুনে। ২৬.০২.২০১৩

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.