ফাগুন আসার আগেই ফাগুন এসেছিলো
ভালোবাসার আগেই সে ভালোবেসেছিলো
এই ফাগুনে তাই ভালোবাসা নাই
কী দিয়ে আমি আজ শুভেচ্ছা বানাই ?
মন গঠনের আগেই সে মন দিয়েছিলো
প্রেম অঙ্কুরের আগেই সে পাতা ছিড়েঁছিলো
ভালোবাসার বৃক্ষ তাই হয়নি বড়ো
এই বসন্তে আমি তাই বেদনায় থরোথরো।
ভালোবাসার ভেতরে সে টক দিয়েছিলো
খাটিঁ দুধগুলো তাই হয়েছে দই
এই ফাগুনে তাই ফোটেনা খই
তবু আজ মনে হয় কে মনে কেড়েছিলো।
ফাগুনের দহনে তাই গহন দুখে
একা বসে সময় কাটাই গোমড়া মুখে
১৩.০২.২০১৪
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।