ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ
হুমায়ূন আজাদ-এর কবিতা
ফাগুনটা খুব ভীষণ দস্যি মাস,
পাথর ঠেলে মাথা উঁচোয় ঘাস।
বাঙলাদশের মাঠে বনের তলে,
ফাগুন মাসে সবুজ আগুন জ্বলে।
ফাগুনটা যে ভীষণ দুঃখী মাস,
হাওয়ায় হাওয়ায় ছড়ায় দীর্ঘশ্বাস।
ফাগুন মাসে গোলাপ কাঁদে বনে,
কান্নারা সব ডুক্রে ওঠে মনে।
ফাগুন মাসে মায়ের চোখে জল,
ঘাসের ওশে কাঁপে টলোমল্।
ফাগুন মাসে দুঃখী গোলাপ ফোটে
বুকের ভেতর শহীদ মিনার ওঠে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।