আমাদের কথা খুঁজে নিন

   

ফাগুনে ঝরে আগুন-1

ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ

অবাক সূর্যোদয়/ হাসান হাফিজুর রহমান কিশোর তোমার হাতের তালুতে আকুল সূর্যোদয় রক্ত ভীষণ মুখমন্ডলে চমকায় বরাভয়। বুকের অধীর ফিন্কির ক্ষ ুরধার শহীদের খুন লেগে কিশোর তোমার দুই হাতে দুই সূর্য উঠেছে জেগে। মানুষের হাতে অবাক সূর্যোদয়, যায় পুড়ে যায় মর্ত্যের অমানিশা শঙ্কার সংশয়। কিশোর তোমার হাত দু'টো উঁচু রাখো প্রবল অহংকারে সূর্যের সাথে অভিন্ন দ্যাখো অমিত অযুত লাখ। সারা শহরের মুখ তোমার হাতের দিকে ভয়হারা কোটি অপলক চোখ একাকার হল সূর্যের অনিমিখে।

কিশোর তোমার হাত দু'টো উঁচু রাখো লোলিত পাপের আমূল রসনা ক্রুর অগি্নতে ঢাকো। রক্তের খরতাপে জাগাও পাবক প্রাণ কণ্ঠে ফাটাও নিষ্ঠুরতম গান। যাক পুড়ে যাক আপামর পশু মনুষ্যত্বের ধিক অপমান। কিশোর তোমার হাত দু'টো উঁচু রাখো কুহেলি পোড়ানো মিছিলের হুতাশনে লাখ অযুতকে ডাকো। কিশোর তোমার দুই হাতের তালুতে আকুল সূর্যোদয় রক্ত শোধিত মুখমন্ডলে চমকাক বরাভয়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.