আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের মিঠু (কৌতুক)

ধুর

মিঠু একটি ইন্টারভিউতেঃ প্রশ্নঃ আপনার জন্মতারিখ কত? মিঠুঃ ১৯ অক্টবর প্রশ্নঃ কোন বছর? মিঠুঃ প্রতি বছর। মিঠু, লন্ডন থেকে ফেরার পরঃ মিঠু তার বউ এর সাথে কথা বলছে, মিঠুঃ আচ্ছা আমাকে কি দেখতে বিদেশীদের মত লাগছে? বউঃ নাতো, কেন হঠাৎ এই প্রশ্ন? মিঠুঃ লন্ডনে এক মহিলা আমাকে জিজ্ঞাসা করল আমি বিদেশী কিনা। তাই ভাবলাম আমাকে বোধহয় বিদেশীদের মত লাগছে। একজন ভ্রমণকারীর সাথে কথোপকথনঃ একজন বিদেশী ভ্রমণকারী মিঠুদের গ্রামে এসে মিঠুকে জিজ্ঞাসা করল, বিদেশীঃ আচ্ছা এইখানে কোন বিখ্যাত লোক জন্মগ্রহণ করেছেন কি? মিঠুঃ না, এইখানে শুধু ছোট ছোট বাচ্চা জন্মগ্রহণ করে। মিঠু এখন ল্যাবেঃ মিঠু হঠাৎ করেই একজন বিজ্ঞানী হবার চেষ্টা করল, এবং সাথে সাথেই একটি ল্যাব খুলে বসল।

সে প্রথমে একটি তেলাপোকা ধরে তার পাখনা দুটি ছিড়ল এবং দুটি পা ছিড়ে দিল এবং বলল হাট। তেলাপোকাটি হাটা শুরু করল। এবার মিঠু তার আর একটি পা ছিড়ে ফেলল এবং বলল হাট। এবার ও তেলাপোকা খুব কষ্ট করে নড়াচড়া করে হাটা শুরু করল। এবার মিঠু তেলাপোকার বাকি সব পা ছিড়ে বলল হাট, এইবার তেলাপোকা আর হাটতে পারছেনা দেখে সে তার থিসিস পেপারে লিখল, "তেলাপোকার সব পা এবং ডানা ছিড়ে দিলে তেলাপোকা কানে শুনতে পারে না।

মিঠু আবার ও ইন্টারভিউতেঃ প্রশ্নঃ মনে করুন আপনি ২০ তলা একটি ভবনের ১৯ তলায় আছেন, এখন হঠাৎ করে ১৬ তলায় আগুন লাগল এবং তার ফলে উপর থেকে আর নিচে নামা সম্ভব হচ্ছে না। আপনি কি করবেন? মিঠুঃ আমি মনে (চিন্তা) করা বন্ধ করে দিব। প্রশ্ন উঠতে পারে এই মিঠু এখন কোথায়, উত্তর সে এখন থানায়। তাকে গ্রেফতা করা হয় যে কারণে তা হলঃ সে একটি সাংবাদিক সম্মলনে গিয়েছিল এবং সেখানে সে একজন মহিলা সাংবাদিক কে দেখল তার বুকের উপর বড় করে লেখা Press, এবং মিঠু তাই করেছিল।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.