সোমবার সন্ধ্যা ৬টায় জাহাজটি নারায়ণগঞ্জ ডকইয়ার্ড থেকে চট্টগ্রামের বিআইডব্লিউটিসি ঘাটে ভিড়েছে।
অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জাহাজটি আগামী ৭ অগাস্ট (বুধবার) ঈদের ‘বিশেষ’ সার্ভিসে চট্টগ্রাম-সন্দ্বীপ রুটে যাত্রী পরিবহন করবে।
এমভি বার আউলিয়া ২০১১ সালের ২২ জুন থেকে নষ্ট হয়ে হয়ে যাত্রী পরিবহনের অযোগ্য হয়ে পড়ে। এ বছরের ৩১ জানুয়ারি জাহাজটি নারায়ণগঞ্জের হাইস্প্রিড ডক ইয়ার্ডে সংস্কারের জন্য পাঠানো হয়।
জাহাজটির চট্টগ্রাম আসতে পথে কোনো সমস্যা হয়নি জানিয়ে জাহাজের মাস্টার শিবু প্রসাদ দাশ ঈদে এর নির্বিঘ্ন চলাচলের আশা প্রকাশ করেন।
নাসির চৌধুরী বলেন, সোমবার থেকে চট্টগ্রাম থেকে সন্দ্বীপ ও হাতিয়া রুটে ‘বিশেষ’ সার্ভিস চালু হয়েছে।
আগে সপ্তাহে তিনদিন করে এ রুটে জাহাজ চলাচল করলেও গত ১ অগাস্ট থেকে সপ্তাহে চারদিন জাহাজ চলাচল করছে।
বর্তমানে শনি, সোম, বুধ ও বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে সন্দ্বীপ-হাতিয়া রুটে এবং রবি, মঙ্গল, বৃহস্পতি ও শনিবার হাতিয়া থেকে সন্দ্বীপ হয়ে চট্টগ্রামে যাত্রী পরিবহন করছে।
ঈদ উপলক্ষ্যে সোমবার থেকে ঈদের আগের দিন পর্যন্ত প্রতিদিন এ রুটে জাহাজ চলাচল করবে বলে জানান নাসির।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।