আমাদের কথা খুঁজে নিন

   

শঙ্কা কাটেনি পাহাড়ে

খাগড়াছড়ি প্রতিনিধি

ঘটনার তিন দিন কেটে গেলেও শঙ্কা কাটেনি পাহাড়ের আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে। জেলার মাটিরাঙা উপজেলায় মোটরসাইকেল চালক অপহরণ ঘটনার জের ধরে শনিবার আদিবাসীদের বাড়িতে আগুন, পাল্টাপাল্টি সমাবেশ, সড়ক অবরোধসহ নানা কর্মসূচিকে ঘিরে পাহাড়িদের মধ্যে শঙ্কা ছড়িয়ে পড়ে। ওই দিন দুটি গ্রামে আগুন দেওয়ার ঘটনায় সেখানকার চাকমা ও ত্রিপুরা উপজাতির লোকজন বাংলাদেশ-ভারত নো ম্যানস ল্যান্ডে আশ্রয় নেয়। আগুন দেওয়ার ঘটনার প্রতিবাদে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ওই দিনই ৫ আগস্ট জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ঘোষণা দেয়। সড়ক অবরোধ চলাকালে গতকাল চারটি নাইট কোচ ও দুটি মোটরসাইকেল ভাঙচুর করে পিকেটাররা। গত তিন দিনের নানা ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। মাটিরাঙা উপজেলার সীমান্তবর্তী তাইন্দং এলাকায় শনিবার দুপুরে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক কামাল হোসেন (২৭) পাহাড়ি সন্ত্রাসীদের হাতে অপহৃত হয়েছেন এমন সংবাদ ছড়িয়ে পড়লে উত্তেজনা দেখা দেয়। পরে বিকালে কামালের মোটরসাইকেলটি পরিত্যক্ত অবস্থায় বগাছড়ি এলাকা থেকে স্থানীয় বাঙালিরা উদ্ধার করলে উত্তেজনা আরও বেড়ে যায়। এ সময় উত্তেজিত বাঙালিরা তাইন্দং ও সর্বস্বপাড়া এলাকায় পাহাড়ি বাড়িঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। পরে এলাকায় বিজিবি ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুদ্দীন জানান, মোটরসাইকেলটি শনিবার বিকালে পাওয়া গেলে তখনো কামালের হদিস মেলেনি। তবে একই দিন রাত ৮টার দিকে বান্দরসিং এলাকা থেকে আহত অবস্থায় কামালকে উদ্ধার করা হয়।

পাহাড়ি আদিবাসীদের বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনার প্রতিবাদে শনিবার খাগড়াছড়ি শহরে ইউপিডিএফ ও জেএসএস পৃথকভাবে মিছিল ও সমাবেশ করে। এ ঘটনার প্রতিবাদে এক প্রেস বিজ্ঞপ্তিতে ৫ আগস্ট জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ করবে বলে ঘোষণা দেন ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের নিরন চাকমা। অবরোধ চলাকালে গতকাল সকালে মাটিরাঙার বাইল্যাছড়িতে চারটি নাইট কোচ এবং আলুটিলা এলাকায় দুটি মোটরসাইকেল ভাঙচুর করে পিকেটাররা। এর পর জেলা শহরে সব রকম যান চলাচল বন্ধ হয়ে যায়। বিভিন্ন সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে পিকেটাররা ছিল সক্রিয়। ঢাকা থেকে ছেড়ে আসা নাইট কোচগুলো যাত্রীসহ মাটিরাঙায় আটকা পড়ে। যদিও অবরোধ চলাকালে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। পিকেটিংয়ের সময় বাইল্যাছড়ি থেকে গণতান্ত্রিক যুব ফোরামের মাটিরাঙা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক সুশান্ত ত্রিপুরাকে (২০) আটক করেছে পুলিশ।

এদিকে শনিবার আগুনের ঘটনার পর বহু আদিবাসী ভয়ে বাড়িঘর ছেড়ে বাংলাদেশ-ভারত সীমান্তের নো ম্যানস ল্যান্ডে গিয়ে আশ্রয় নেয়। পরদিন পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার এমপি, চট্টগ্রামের জিওসি মেজর জেনারেল সাবি্বর আহম্মেদ ঘটনাস্থলে ছুটে যান। এলাকা পরিদর্শনের পর প্রতিমন্ত্রী ফেনী নদীর এ-পার থেকে নো ম্যানস ল্যান্ডে আশ্রয় নেওয়া আদিবাসীদের ফিরে আসার আহ্বান জানান। তিনি আদিবাসীদের নিরাপত্তায় সবকিছু করা হবে উল্লেখ করে ঘটনায় জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হবে বলে ঘোষণা দেন। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, শনিবারের ঘটনায় কেউ অভিযোগ দায়ের করলে অপরাধীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হবে। এরই পরিপ্রেক্ষিতে অনিল চাকমা নামে এক ব্যক্তি মাটিরাঙা থানায় এ বিষয়ে গতকাল একটি মামলা করেন। অনিলের অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ এ পর্যন্ত চারজনকে আটক করেছে।

সহকারী পুলিশ সুপার জয়নাল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাইন্দংয়ে আগুনের ঘটনায় অনিল চাকমা নামে এক ব্যক্তি মাটিরাঙা থানায় গতকাল মামলা করেছেন। এর পরিপ্রেক্ষিতে মোটরসাইকেল চালক কামাল হোসেনসহ চারজনকে আটক করেছে পুলিশ।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.