অর্থ নয়, কীর্তি নয়...আরো এক বিপন্ন বিস্ময়/আমাদের অন্তর্গত রক্তের ভেতরে খেলা করে
একটা পথের শেষে আরো কত পথ
হাত ছানি দিয়ে ডাকে পথিক তোমায়
কোন পথে যাবে তুমি ভাব মনে তাই
সঘন শ্রাবণ মেঘে আঁধার ঘনায়
পথিক তুমি কি জান নাকি জান না
পথের চিহ্ণগুলো চির অচেনা
তার পরও পার হও পার হতে হয়
সমাপ্তি ভেবে আঁকা বিরতি রেখা
ফিরতে চাওনা তুমি তবু পিছু ডাকে
ফেলে আসা পথটা স্মৃতির অনুরাগে
হারিয়েছ কত পথ হারাবে আরো
কোন পথ কোথা যায় বলতে কি পার
যে পথ হয়নি বাওয়া দ্বীপান্তরে
হয়তো ভীড়বে তরী সেই বন্দরে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।